Ameen Qudir

Published:
2018-02-20 02:01:17 BdST

কথাসাহিত্যিক ডা. মোহিত কামাল অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেলেন


 


ডাক্তার প্রতিদিন
________________

'অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার ১৪১৯' পেলেন কথাসাহিত্যিক ডা. মোহিত কামাল ।
ডাক্তার প্রতিদিন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।

তিনি খ্যাতিমান লেখক ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ । ২০১২ সালে প্রকাশিত তার শিশুতোষ গ্রন্থ 'উড়াল বালক' এর জন্য এই পুরস্কার পান।


ডা. মোহিত কামাল ১৯৬০ সালের ২ জানুয়ারি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় জন্মগ্রহন করেন। বাবা আসাদুল হক, মাতা মাহফুজা আখতার মিলি। শৈশব-কৈশোর আগ্রাবাদ, চট্টগ্রাম ও খালিশপুর, খুলনা। তিনি গল্প, উপন্যস, প্রবন্ধ, কলাম, কিশোরদের উপযোগী গল্প, কিশোর উপন্যাস, বিজ্ঞান ও গবেষণা সহ নানা বিষয়ে লেখালেখি করেন।

তিনি সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৪; এম নুরুল কাদের ফাউন্ডেশন শিশুসাহিত্য পুরস্কার ২০১২; মংমনসিংহ সংস্কৃতি পুরস্কার ১৪১৬; এ ওয়ান টেলিমিডিয়া স্বাধীনতা অ্যাওয়ার্ড ২০০৮; বেগম রোকেয়া সম্মাননা পদক ২০০৮, সাপ্তাাহিক দি নর্থ বেঙ্গল এক্সপ্রেস প্রদত্ত; স্বাধীনতা সংসদ নববর্ষ পুরস্কার ১৪১৫।

 

স্বাস্থ্য ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লেখক ডা. মিজানুর রহমান কল্লোল পুরস্কৃত হন।

২০১৭ সালে 'বিজ্ঞানকোষ' গ্রন্থের জন্য ডা. মিজানুর রহমান কল্লোলকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়