Ameen Qudir

Published:
2018-02-19 03:22:06 BdST

মরমী কবি অসুস্থ ডা. জিয়া সাঈদ ভক্ত পাঠকদের অটোগ্রাফ দিচ্ছেন বিছানায় বসে


 

 

অচিন নান্দীকরের মরমী কবি ডা. জিয়া সাঈদ পায়ে অস্ত্রোপচারের পর এখন ডাক্তারি পরামর্শ মত বিশ্রামে আছেন।

ডাক্তার প্রতিদিন
___________________

অচিন নান্দীকরের মরমী কবি ডা. জিয়া সাঈদ পায়ে অস্ত্রোপচারের পর এখন ডাক্তারি পরামর্শ মত বিশ্রামে আছেন।
এখনও বইমেলায় যাওয়ার মত সক্ষম নন। তাতে কি ! মরমী সজ্জন কবির এবারের কাব্যগ্রন্থ আয়নায় অপরাহ্ণ পেয়েছে ব্যাপক পাঠকপ্রিয়তা।

অনেক ভক্ত পাঠক তাঁর কাব্য নিয়ে পৌঁছে যাচ্ছেন তার নিবাসে। দেখা করছেন কবির সঙ্গে। অটোগ্রাফ নিচ্ছেন । বিরল মধুর এক কবি-পাঠক সম্মিলনী।

প্রকৌশলী রফিক বাকী কবি জিয়া সাঈদ সম্পর্কে লিখেছেন,

আমাদের কবি বন্ধু ডাঃ জিয়া সাঈদের কবিতার বই আয়নায় অপরাহ্ণ।

প্রকাশক : অন্বেষা প্রকাশন,
প্যাভিলিয়ন-২২, সোহরাওয়ার্দী উদ্যান...
বন্ধু জিয়া অসুসুস্থতার কারনে এবার মেলায় যেতে পারছে না। তাই আমরা যারা ওর বন্ধু ও শুভাকাংখী আছি তারা যেন যার যার সুবিধাজনক সময়ে বা একটা তারিখ ঠিক করে সম্মিলিত ভাবে যেনো মেলায় যেতে পারি সে ব্যাপারে যার যার অবস্হান থেকে একটু চেষ্টা করি।

 

Image may contain: 1 person, sitting and child

 


অভিনেতা পরিচালক চিত্রনাট্যকার রানা মাসুদ কবি সম্পর্কে বলেছেন,
জিয়া সাঈদ, আমার বন্ধু। চিকিৎসক হিসেবে যাপিত জীবন যার অথচ স্বভাবে জাত কবি। মানবতা আর ভালোবাসা যাকে তাড়া করে ফেরে সারাক্ষন।
জিয়া সাঈদের কাব্য গ্রন্থ
' আয়নায় অপরাহ্ণ ' এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে ।
বইটি বন্ধুদের সংগ্রহের তালিকায় রাখার বিশেষ অনুরোধ রইল।


কাব্য থেকে পাঠকদের জন্য কিছু কবিতা।
প্রস্থান ফলক --
.... .... .... .... ..
পাতার পাখা হাতে হয়তো
শিয়রে দাঁড়িয়ে থাকে কোনো বৃক্ষ
ঝড়,বৃষ্টি,নানা অনাসৃষ্টি
তাকেও রাখে না তার মতো বেশি দিন
গুল্মে, ঘাসে ঢেকে যায় মাটি
শুধু কোনো বিবর্ন পাথর-
মুখ উঁচিয়ে থাকে- ধূলি সরিয়ে নিলে
দুঃখের কিছু অক্ষর দেখা যায়....

 

বিষন্ন স্টেশনে --
.... .... .... .... ..
না দেখার দুঃখগুলি
ডুবিয়ে রেখেছি যেই জলে
তোমাকে ভেজাবো বলে
সেই জল ধরে রাখি
জলে ভাসা টঙের বাতির মতো
কম্পিত আমার দুটি তারা
পরের ট্রেন পরের ট্রেন বলে বলে
জ্বেলে রাখি বিষন্ন স্টেশনে....

 

Image may contain: 4 people, people smiling, people standing

 

 

ফিনিক্স হতে ইচ্ছে করে
.... .... .... .... ..
ঝুঁটির মাহাত্ম্য থাক
লেজের স্বর্ণাভা,পালকের বর্ণচ্ছটা
তোমারই থাক হে ফিনিক্স
ছাই থেকে উত্থিত জীবন
বহুজন্ম তোমারই থাক
শুধু তোমার দৃষ্টির ধর্ম
বর্ষণের চোখটুক চাই আমি
যে চোখ দুঃখ দেখলে
জলে ভরা অমরার মেঘ হয়ে যায়,
খরার জমিনে ঝরে-
ঝরে ঝরে মঞ্জরিত করে রুগ্ণ শাখা
হে ফিনিক্স আর কিছু না
শুধুই তোমার মায়াজল-
জলের মহিমা নিতে
তোমার মতো হতে ইচ্ছে করে আমার....

 


প্রেম ও কবিতায়----
.... .... .... .... ..
কখনোবা কথা বলি
অর্ধস্ফুট গোলাপের মতো
কখনো ফুটে উঠি শব্দের শতদলে
কখনোবা আতিশয্যে
ফুটতে থাকি যেভাবে ফোটে
উৎসবের আতশবাজি
কখনো কেবলই মর্মর ;
কত কথা হয় ইঙ্গিতে ইশারায়
কত কথা তারায় তারায়
তবু কথা থাকে- অপূর্ণতা থেকেই যায়
প্রেমে,কবিতায়....

Image may contain: 3 people, people standing

 

 

জলচিঠি----
................ ..
খামে ভরা কথাগুলো
খামে পড়ে থাকে
উড়ে যায় জল-
নোনা জল মেঘ হয়ে ওড়ে
উড়ে উড়ে পাহাড়ি দেয়াল
চলে যায় কাঁটাতারেরও পরে
তুমি কি তার থেকেও দূরে !
.... ..
আয়নায় অপরাহ্ণ,থেকে নেয়া।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়