Ameen Qudir

Published:
2018-02-14 17:10:37 BdST

ভ্যালেন্টাইন: রবিদার Valentine Day


 

 

 

অধ্যাপক ডা. অনির্বাণ বিশ্বাস

______________________________

অরন্য দ্রুত হাঁটছে।সুমিকে লাইব্রেরিতে পাবে।আজ সুমির কাছ থেকে 'হ্যাঁ' শুনতেই হবে।

সুমি তখন কলেজ থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে অস্থির হয়ে সুমন্ত কে বারবার কল করছে।সুমন্তর মোবাইল 'নট রিচেবল' বলেই চলেছে।সুমির চোখ ছলছলে।

সুমন্ত তখন অপার খোঁজে তরুন স্যারের বাড়িতে ছুটছে।অপা তরুন স্যারের মেয়ে।অপা আজ কলেজ আসেনি।একদিন অপাকে না দেখলে সুমন্ত পাগল হয়ে যায়।

আজ রিকের জন্মদিন।অপা আর্চিসএ গেছে রিকের জন্য গিফ্ট কিনতে।আচ্ছা ,রিক কি কিছুই বোঝেনা !

রিক এখন ২-২০র লোকালে।মাসির খুব শরীর খারপ।তাই দেশের বাড়ি যাচ্ছে।নন্দিতাদির বিয়ে হয়ে যাওয়ার পর দেশের বাড়িতে রিকের মন টেকে না।
******************************************
একটি সারাদিন এইভাবে খরচ হল। প্রত্যেকেই তাদের আকাঙ্খিত নোঙর খুঁজল,কিন্তু কারোর সাথেই কারো দেখা হল না...আসলে দেখা হয়ও না।

 

 

 

রবিদার Valentine Day
...........................................
রবিদা (মানে রবি ঠাকুর গো....) দুরন্ত হ্যান্ডু ছিলেন। তার ওপর অমন সব সাঙ্ঘাতিক কবতে..গান..গল্প..ইত্যাদি ইত্যাদি...মানে মেয়েরা
হামলে তো পড়বেই..

তা এই ১৪ই ফরবরি এলেই উনি আতঙ্কিত হতেন...কত নারী যে প্রেম নিবেদন করতেন,তার হিসেব নেইকো...আমায় বলতেন.."বুঝলে অনি...এই ফরবরি এলেই মনে হয় কোতাও পালিয়ে বাঁচি..."

বেশ মনে আছে ,আজি হতে প্রায় ৮০ বছর আগে আমি এক ১৫ই ফরবরি শান্তিনিকেতন গেসলাম..দাদা আমার কেমন আছে দেখবার জন্য...
হাঁক দিলুম: কেমন enjoy কল্লে গো,দাদা,Valentine Day ?

কোন উত্তর না পেয়ে উঁকি মেরে দেখি...রবিদা চোখ লাল ক'রে উস্কোখুস্কো চুলে কবতে লিখচেন...আমার দিকে আরচোখে দেখে কাগজটা বাড়িয়ে দিলেন..দেখি সেই বিখ্যাত পঙক্তি..
"নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস...."

_________________________

 

 

 

অধ্যাপক ডা. অনির্বাণ বিশ্বাস । কবি। কলকাতার প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। চিন্তক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়