Ameen Qudir

Published:
2017-12-11 01:09:10 BdST

শুধু ঢাকায় কেন এত ডাক্তার এই নিয়ে মাথাব্যথা


 

 

 

 

 

 

 


ডা. গুলজার হোসেন উজ্জ্বল
রেসিডেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

____________________________

 

বাংলাদেশের সমাজ চলে এক পথে আর সমাজপতিরা চিন্তা করে আরেক পথে। যা চায় তা বলেনা। যা করে তা চায়না।
পুরো সমাজ রাজধানী কেন্দ্রিক। সমস্ত উন্নয়ন তারা রাজধানীতেই করবে।


স্বাস্থ্যখাতের কথাই ধরি। দেশের একমাত্র জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট ও হাসপাতাল ঢাকাতে। একমাত্র বক্ষব্যধি হাসপাতাল ঢাকাতে। একমাত্র হৃদরোগ হাসপাতাল ঢাকাতে। একমাত্র আইপিজিএম আর যার নাম বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়- ঢাকাতে। এরকম আরো বলা যাবে। লিখে শেষ করা যাবেনা।


এই ঢাকা শহরের ভেতরেই মেডিকেল কলেজ আছে চারটা।
শুধু ঢাকায় কেন এত ডাক্তার এই নিয়ে মাথাব্যথা। স্ববিরোধিতার চূড়ান্ত।
আপনি বটতলায় হাট বসাবেন,কিন্তু হাটুরে কেন বটতলায় যায় তা নিয়ে রাগ দেখাবেন তা তো হবেনা ব্রাদার।
ভারতকে দেখেও শেখেননা। ওদের প্রশাসনিক রাজধানী একখানে, সাংষ্কৃতিক রাজধানী আরেকখানে, চিকিৎসার রাজধানী আরেকখানে, আইটির রাজধানী আরেকখানে।
একটি অপরিণত সমাজ গঠন করে ততোধিক অপরিণত সমাজপতির মত আচরণ করে আমাদের নেতারা। হাসি পায়, দু:খও লাগে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়