Ameen Qudir

Published:
2017-03-19 16:46:48 BdST

MBBS বনাম 'এমনিBS এবং " চিকিৎসকের অবহেলার শাস্তি ৫ বছর কারাদণ্ড"



রোদ্দুর ডা.নূরুল হুদা খান
__________________________________

" চিকিৎসকের অবহেলার শাস্তি ৫ বছর কারাদণ্ড"

উফফফফফ , কি কথা মাইরি । ভাললাগছে পুরাই !
.
তা দাদা , আমার কিছু প্রশ্ন ছিল এই আইন প্রণেতাদের কাছে এবং অনুমোদনকারীদের কাছে
কইরবো !
** প্রথমেই বলেন , চিকিৎসক কারা ?


--- যদি MBBS পাশ করা ব্যক্তিরাই চিকিৎসক হয়ে থাকে , তাহলে যারা "এমনিBS " কইরা নামের আগে ডাক্তার বসাইয়া রোগীর সু(!)চিকিৎসা দিতাছে তাগো শাস্তি যাবজ্জীবন হইবো না ক্যান !!!
তাগো অসীম জ্ঞানের কাছেই তো মাইর খায় MBBS ডাক্তাররা । যেইডারে আফনেরা কন "অবহেলা"।
.
এবার বলেন দেখি , " অবহেলা অর্থ কি ? "


---- পাচ বছর কারাদন্ড পাবো এইডা মাথায় রাইখা হার্ট এটাক ( MI ) এর পেশেন্টকে রেফার্ড করা অবহেলা নাকি স্ট্যাটাস এজমাটিক্যাস এর পেশেন্টকে ঘচাং কইরা দুই ভায়াল কটসন মাইরা দেওনের পর রোগীর মারা যাওয়াটা অবহেলা !
.
নাকি অবহেলার সংজ্ঞা দেয়ার দ্বায়িত্ব শুধুমাত্র মহামান্য "সাংবাদিক" সাহেবদের !!
.
** মহামান্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারদের সুরক্ষায় নয় তিনি রোগীদের সুরক্ষার জন্য নিয়োজিত হয়েছেন ।


ডাক্তাররা মাইর খেতেই পারে , কিন্তু রোগী মরবে !!! ককখোনো নাআআআআ !!
.
অন্তত তার বক্তব্যে সেরকম অর্থই খুজে পাইছি আমি ……… " আইনটি কার্যকর হলে রোগীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি চিকিৎসাসেবা প্রদানের সঙ্গে সংশ্লিষ্টদেরও আইনগত অধিকার সুরক্ষিত হবে। চিকিৎসা সংক্রান্ত কাজের অনিয়ম ও অবহেলা দূর হবে। পাশাপাশি যে কোনো ধরনের অনাকাংখিত ঘটনা রোধে আইনটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদী আমি ।"
.
.
চিকিৎসাসেবা প্রদানের সঙ্গে সংশ্লিষ্টদেরও আঈনগত অধিকার সুরক্ষিত হবে !!
কিভাবে , সেইডা তো দেখতাছি না । ( পাচ বছর জেল খাইটা কিনা কে জানে :
.
গরীব মানুষও এই আইন চালু হইলে স্কয়ারে সেবা লইতে যাবে ।
মজা না !!! তাদের জন্য কিন্তু ১০% সিট রাখা লাগবে , আইন বলে দিছে ।
আর Treatment Cost !!!!!
দেখুন নিচের কোটেশনের ভিতরে আইনের খসড়াটা কি বলে ;_______________
.
"" এ ছাড়া বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য ও দরিদ্র রোগীদের সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয়া নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের জন্য ১০ ভাগ শয্যা সংরক্ষণের বিধান রাখা হয়েছে খসড়ায়। এ মুহূর্তে পাঁচ ভাগ শয্যা সংরক্ষণের ব্যবস্থা আছে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে। ""


যাক জীবনে একবার হইলেও এপোলো , ইউনাইটেড , স্কয়ার, ল্যাবএইডে যামু চিকিতসা লইতে …… এক্কেরে ফ্রী :। আমিও যে গরীব ।
.
.
তার উপর এই আইন আপনার চেম্বার ফীও ফিক্সড কইরা দিবে । আর ফী নিতে রশিদ বই মাস্ট ।
বেসরকারী প্র্যাক্টিস বলে কথা । আপনি হুদা MBBS ?
তাইলে আপনার চেম্বার ফী আন্দাজ কইরা লন মিয়া ।
জ্বে না , চারশ না ………
আনুমানিক চার্জ কেমন হতে পারে ??? আসেন একটু ধারনা করি ………………
প্রফেসর --- ১০০০/-
এসোসিয়েট প্রফেসর --- ৮০০/-
এসিস্টেন্ট প্রফেসর --- ৭০০/-
ডিপ্লোমা - ৫০০/-
সিনিয়র MBBS - ৩০০/-
নতুন এমবিবিএস - ১৫০/-
.
কমলাকান্ত :- জাতে মাতাল তালে কিন্তু ফী আমার এক হাজারই থাকল । ( আমার fcps , md , ms, diploma সবই আছে ।
.
সমস্যা বেসরকারী চেম্বার এর নব্য ডাক্তারদের ।
ওদিকে fcps এর ফর্ম ফিলাপ ফী কিন্তু ১১০০০/- ।
.
.
যা হউক উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমি এই বুঝিলাম যে , এই আইন প্রনয়ন হলে ডাক্তারের অবহেলায় কোনো রোগী আর হাসপাতালে মারা যাবে না ।
.
কারন , তখন "রেফার্ড ………… রেফার্ড ……… রেফার্ড ………… রেফার্ড …………… সরি আপনার রোগী আগেই মারা গেছে " এমনটা শুরু হবে ।
এত ঝামেলার ভিত্রেও একটুস খানি আশার আলো আমাগো হাতে আছে ।
মেডিকেল ইথিক্স এর " ডাক্তারের তার রোগী নির্বাচনের ক্ষমতা । "
তখন হাসপাতালে সকল স্বাস্থ্য সংশ্লিষ্টরা আরাম আয়েশে দিন যাবন করতে থাকবে ।
.
কারন , হাসপাতালে আর রোগী মরে না । হাসপাতালে আর সংকটাপন্ন রোগী নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে না । একসময় বাংলাদেশের হাসপাতাল থেকে ক্যাজুয়ালিটি ও জরুরী বিভাগ উঠে যাবে ।
টাইমস , ফোবর্স পত্রিকায় আমাদের দেশের নাম আসবে । স্বাস্থ্যমন্ত্রীকে ইন্টারন্যাশনাল এওয়ার্ড দেয়া হবে ।
Times এর হেডলাইন হবে বাংলাতে ……… " স্বাস্থ্যক্ষেতে এত এত অর্জন !!! হাসপাতালে আর কাদে না রোগীর স্বজন । "
.
এম্বুলেন্স ওয়ালাদের ব্যবসা বাড়বে । ঢাকার রাস্তায় এম্বুলেন্স এর জ্যাম বাধবে ।
.কোথাও ডাক্তার মাইর খাওয়ার সংবাদ না পেয়ে অনেক সাংবাদিক সাংবাদিকতা ছেড়ে দিয়ে এম্বুলেন্স এর ব্যবসা শুরু করবে ।
.
বেসরকারী ডাক্তাররা চেম্বারে বসে বসে মাছি মারবে আর এমআরসিপি , ইউএসএমএলই , এএমসির পড়া পড়বে কোমর বেধে ।
দেশ এগিয়ে যাবে ।
বিএমএ র নেতার দের চেম্বার আগের চেয়েও জমবে ।
কয়েকবছর পর সেই বেসরকারী চেম্বারের ডাক্তারটি তার বাবার রেখে যাওয়া একটুকরো জমিটা বেচে অস্ট্রেলিয়া / আমেরিকা / লন্ডনে পাড়ি জমাবে ।
এভাবে ব্রেইন ড্রেইন হয়ে যাবে । আমরা সুখী হবো ।
জগতের সকল বাঙ্গালি সুখী হবে ।
_____________________________

লেখক রোদ্দুর ডা.নূরুল হুদা খান

Medical Officer at Government of the People's Republic of Bangladesh, Employees.
Former DLP student at Birdem Hospital
Former Physician at Sher-E-Bangla Medical College, Barisal
Studied Cardiovascular Medicine at SBMC&MMCH

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়