Ameen Qudir

Published:
2017-03-17 17:24:24 BdST

পাহাড়ে দোলের দিনে


 


ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
________________________


দোল - দু -অক্ষর শব্দটির মধ্যে ছড়িয়ে পড়ল ফাগ ,
হোহো হাহা - , 'প্লিজ আর না -আর না ' , 'এই মরে যাবো '
আবার হা হা হা , ফাল্গুন নিশীথ মায়া - চন্দ্রাতপ ,


মৃদু হিম , আবির গন্ধের নেশা , স্মৃতি পাখিরাও
জেগে থাকে এমন রাতে , রাতের অলীক থেকে
ডাক দেয় সুগোল , ভরা , নেশাগ্রস্ত চাঁদ
এই মায়া খেয়ে নিচ্ছে যুক্তি তর্ক , খেয়ে নিচ্ছে সব
বিরুদ্ধতা ,খেয়ে নিচ্ছে স্বেদ , অপমান , দাহ ;
এই শান্ত পার্বত্য নিবাস , চাঁদ এসে ঢুকে যাচ্ছে মাথার ভিতর

সাঁওতাল পাড়ার থেকে ভেসে আসে মাদলের ঘোর
এ রকম ইন্দ্রজালে , এ রকম পার্বত্য নিবাসে
এ রকম পাহাড়ী চাঁদের সুরায় মনে হয় যেন
এ জীবনে ভালোবাসা , ভালোবাসা , ক্ষীর ভালোবাসা
এসে একবার ফিরিয়ে দিয়েছে সমস্ত সুখ আর সমস্ত মায়া

ফিরিয়ে দিয়েছি যাদু , মোহ ; কে গেয়েছে , কে বলেছে মোহের মূদ্গর?
মোহ চাই , দুই হাত ভরে , শোনো -- দুহাত ছাপিয়ে চাঁদের প্রস্তাব মত মোহ চাই
খুব খুব মোহ চাই , মাঝে মাঝে দোল পূর্ণিমার চাঁদ
পার্বত্য নিবাস এই সুসংবাদ বিলোয় জীবনে ।।

__________________________

লেখক ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায় । কলকাতার প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক । কবি।

Diabetes & Endocrinology Consultant
M.D. at University of Madras । প্রাক্তন :
Calcutta National Medical College and Madras Medical College (MMC)

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়