Ameen Qudir

Published:
2017-02-11 23:51:58 BdST

ঢাবির বীরপুঙ্গবেরা ঢাকা মেডিকেলের লিফট ভাংচুর করল


 এখন এই ভোগান্তির দায়ও বর্তাচ্ছে ডাক্তারদের ওপর। 

 

 

ডা. অঞ্জলি সাহা
___________________________

ডাক্তার ও মেডিকেল কলেজ বা হাসপাতাল এখন সবার বলির পাঁঠা।
নিষ্পাপ টাক ব্যাক্তির মাথায় সবার চড়থাপ্পড়ের ফাজলামির মত ডাক্তার নির্যাতন ও হাসপাতাল ভাংচুর সবার প্রিয় তামাশায় পরিনত হয়েছে।
তাই আমাদের প্রশ্ন, ডাক্তাররা কি এতই দুর্বল ও ছাগলের ৪ নম্বর বাচ্চা যে - সবাই যে যেমন পারে মারে পিটে চলেছে।
শনিবারের ঘটনাই ধরি না কেন ! অতি তুচ্ছ ঘটনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী মনের সুখে ঢাকা মেডিকেল ভাংচুর করে গেছে।

ঢাবির এই কথিত ষন্ডা ছাত্রদেরকে নাকি ডাক্তারদের জন্য নির্ধারিত লিফটে উঠতে দেয়া হয় নি। কী ভয়ংকর অপরাধ। ওনারা নিশ্চয়ই ডাক্তারী করতেই এসেছিলেন। দেশে এখন তো সবাই ডাক্তার। এমবিবিএস ডাক্তার কোন দরককারই নেই। লিফটের সামনে এক কর্মচারীর সাথে কথা কাটাকাটি করতে থাকে বীর পুঙ্গবেরা। এক পর্যায়ে ঢাবির ছাত্ররা ভাংচুর করে এবং সেই লিফটটি নষ্ট করে দেয়।

এখন ফলাফল কি হল।

রোগী ভোগান্তি। আহত মানুষকে জরুরি চিকিৎসা দিতে ডাক্তার দৌড়ে ছুটছেন সিঁড়ি দিয়ে।
দেরী কেন কাজে ।

তারা যে কসাই ডাক্তার।
চিকিৎসা দিতে লিফট কি দরকার।
এখন এই ভোগান্তির দায়ও বর্তাচ্ছে ডাক্তারদের ওপর।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়