Ameen Qudir

Published:
2017-02-05 20:49:13 BdST

হেল্থ পুলিশ : সময়ের অনিবার্য দাবি




 


ডা. মো. তরিকুল হাসান
_________________________


বাংলাদেশে চিকিৎসকদের উপর ক্রমবর্ধমান সহিংসতা সকল সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি করছে। কর্মক্ষেত্রে চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কাঙ্খিত সেবা প্রদান করা সম্ভব হবে না।

তাই 'ইন্ডাস্ট্রিয়াল পুলিশ' এবং 'ট্যুরিস্ট পুলিশ' এর আদলে 'হেলথ পুলিশ' নামে পৃথক একটি শাখা চালু করা প্রয়োজন।

৩১ অক্টোবর-২০১০ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রম শুরু হয়।

এ বাহিনীর লক্ষ্য হলো ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণপূর্বক শিল্পবান্ধব নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

বাংলাদেশের পর্যটন খাতে 'ট্যুরিস্ট পুলিশ' আনুষ্ঠানিকভাবে কক্সবাজার এবং কুয়াকাটায় উদ্বোধন করা হয়। একজন ডিআইজির নেতৃত্বে এটি যাত্রা শুরু করেছে। বর্তমানে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম বেশ গুরুত্ব লাভ করেছে।

দেশের অন্যতম প্রধান গুরুত্বপুর্ণ বিষয় 'স্বাস্থ্য খাত'। চিকিৎসাক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা দিনদিন হুমকির মুখে পড়ছে। তুচ্ছ কারণে হাসপাতাল ভাংচুর করা হচ্ছে। 'রোগীর মৃত্যু মানেই ভুল চিকিৎসা' -এ মিথ্যে ধারনার বশবর্তী হয়ে মানবসেবী চিকিৎসকদের লাঞ্ছিত করা হচ্ছে।

স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সাধারণ পুলিশ দ্বারা এত অধিক সংখ্যক স্বাস্থ্যসেবাকেন্দ্রকে নিরাপত্তা প্রদান সম্ভব নয়। এছাড়া সাধারণ পুলিশ দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টাই ব্যস্ত থাকে।
প্রয়োজনের সময় তাই তাদেরকে পাওয়া মুশকিল হয়ে দাড়ায়।

তাই স্বাস্থ্যসেবায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি দক্ষ ও আন্তরিক 'হেলথ পুলিশ' গঠন এখন সময়ের দাবী।

___________________________

 


ডা. মো. তরিকুল হাসান
চিকিৎসক
রংপুর মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়