Ameen Qudir

Published:
2016-12-28 19:09:43 BdST

ডাক্তারদের ভিজিট ১০০ টাকার বেশী হওয়া উচিত নয়


 

 

 

আহমেদ স্বাতী,মার্কিন প্রবাসী 
__________________________


একজন প্রখ্যাত চিকিৎসক ৩০০ টাকা ভিজিট নেন। লেখা হয়েছে মাত্র "৩০০ টাকা "। অামার প্রশ্ন হল,
৩০০ টাকা মাত্র হয় কিভাবে! বুঝতে পারছি না ।

যে যতটুকু সম্মান পাওনা তাকে সে টুকুই দেয়া উচিত । একজন গরিব মানুষের জন্য ৩০০ টাকা ভিজিট দেয়া খুব সহজ কাজ কিন্তু নয় !


আমাদের সমস্যা হচ্ছে কিছু ভাল করে না ভেবে হুমজিকালি কমেন্টস করি ।

বাংলাদেশের সাধারণ এবং গরিব মানুষদের কথা বিবেচনা করলে ১০০ টাকার বেশি ডাক্তারদের ভিজিট হবার কথা নয় । আমি জানি অনেকের ভাল লাগবে না আমার মত । দুৃখিত; আমার কাছে যেটা যুক্তিযুক্ত মনে হয়েছে সেটি প্রকাশ করলাম । মানুষের কল্যানের জন্য বাংলাদেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের আর্থিক দিক বিবেচনা করেই ডাক্তারদের ভিজিট নেয়া উচিত ।
খুবই সাধারন জ্ঞান থেকেই আমার মনে হয়েছে ১০০ টাকা ভিজিট হলে ডাক্তারদের মানব সেবার মুল ধারাটা বজায় থাকবে,সাধারন মানুষ ও উপকৃত হবেন।

____________________________

লেখক আহমেদ স্বাতী , নিউইয়র্ক প্রবাসী।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়