Ameen Qudir

Published:
2019-02-14 08:10:21 BdST

ডা. জাফরউল্লাহ স্যারের প্রতি বিনীত জিজ্ঞাসা: আপনি কি ডাক্তারদের ভাতে মারতে চান !


 

ডা. সোলায়মান আহসান
_____________________

ডা. জাফরউল্লাহ চেীধুরী । তাকে শ্রদ্ধা করি আমি। পেছনে সামনে সবসময় স্যর বলেই সম্বোধন করি। কিন্তু ইদানিং তার কর্মকান্ড রীতিমত ডাক্তারস্বার্থ বিরোধী। তাকে জানতে হবে, ডাক্তারি একটি পেশা। এটা জার্মানি থেকে আমদানি করা কোন মেশিন নয়। এটা এনজিওর নামে হাজার হাজার কোটি টাকা আর সরকারি সম্মতি আত্মসাৎও নয়। এটা জনসেবা। স্বল্প টাকা নিয়ে গভীর রাত পর্যন্ত করে জনসেবা।
প্রায়ই তিনি ডাক্তারদের বিরুদ্ধে বলেন। বাংলাদেশে ডাক্তারদের বিরুদ্ধে বলা মানে জনগনের বিরুদ্ধে বলা। এই ডাক্তার সাহেবদের মত লোকজনের নানা বিতর্কিত কথার কারণেই মানুষ এখন ডাক্তারদের সম্মান করে না।
সেদিন আমার চেম্বারে একজন আইনজীবি এসেছিলেন। তার কাছে প্রায় ৩৫ মিনিট সময় দিয়ে যখন ৮০০ টাকা ভিজিট চাইলাম , তিনি অবাকই হলেন। স্বীকার করলেন, ডাক্তারদের ভিজিট খুবই কম। একজন আইনজীবির কনসালটেশন ফি এর চেয়ে অনেক অনেক বেশী।
তিনি মুগ্ধ চিত্তে চেম্বার ছাড়েন। এরকম লোক কম নয়। মানুষকে যেভাবে ভাবাবেন, সেভাবেই সে রিএক্ট করবে। তাকে ডাক্তার কসাই বলে মিডিয়া প্রোপাগান্ডা করলে সে তাই জানবে। তাকে বলা হয়, ডাক্তাররা নাকি তাদের পয়সায় পড়েছে। তাই তার আব্দার ডাক্তার না খেয়ে তাদের দেখবে।

ডা. জাফরুল্লাহদের জানতে হবে, এই ডাক্তারি দেশের একমাত্র সৎ পেশা। কোনরকম ঘুষ উপড়ি নেই। কোন দপ্তরের চেয়ারম্যান বা পিওনের মত ডাক্তাররা অবৈধ পথে হাজার কোটি মালিক হন না। এনজিওর নামে শত শত কোটি টাকা তারা আত্মসাৎ করেন না। তাদের কয়েক লাখ টাকা বা কয়েক কোটি টাকার প্রতিটি পাই পয়সা শ্রম দিয়ে কষ্ট করে উপার্জন করা। কোন ডাক্তার চুরি বা ঘুষ খেয়ে ফ্লাট বাড়ি গাড়ি করেন নি


এখন আবার নতুন উৎপাত কিছু ডাক্তার নামধারী বুদ্ধিজীবি। তারা নিজেদের আখের গোছানোর পর এখন বড় সাধু সেজেছে। টার্গেট মন্ত্রী হওয়া। সরকারের অনুগ্রহভাজন হওয়া।

প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে যখন জাফরুল্লাহ স্যার গেলেন বিরোধী দলের হয়ে। ঠিকই মিন মিন করেছেন।
এখন তিনি সরাসরি ডাক্তারদের বিরুদ্ধে নেমেছেন। সম্প্রতি জেহাদ শুরু করেছেন, সকল রকম প্রাইভেট প্রাকটিস বন্ধ করতে হবে।
আমি চ্যালেঞ্জ করতে চাই, করে দেখুন না। যে মানুষ আজ ডাক্তারদের কসাই বলছে , তারাই প্রাইভেট প্রাকটিস চালুর জন্য কান্না কাটি করবে। মিডিয়া বলবে, ডাক্তাররা ডাবল কসাই , তাই প্রাইভেট প্রাকটিস বন্ধ করেছে।

জাফরুল্লাহ স্যারদের প্ররোচনায় সরকারি উদ্যোগে প্রাইভেট প্রাকটিস বন্ধের আগে বিএমএ একবার নিজেরা নমুনা সাতদিন বন্ধ রেখে দেখাক। দেখবেন, এই বিপ্লবীদের কুৎসা বন্ধ হবে।
এত মানুষকে কিভাবে চিকিৎসা দেয়া সম্ভব সরকারের পক্ষে। প্রাইভেট প্রাকটিস আছে বলেই দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে। সুস্থ আছে।
এখন লাখ লাখ রোগী চেন্নাই দিল্লি কলকাতা ব্যাঙ্গালুরু সহ নানা শহরে চিকিৎসা নিতে যাচ্ছে। তারপরও দেশের ডাক্তাররা রোগী দেখে কুল পাচ্ছে না।
ডাক্তার বিরোধী ডাক্তার বুদ্ধিজীবিদের একটা কথাই বলব , এভাবে ইন্ধন দেবেন না। ডাক্তার শত্রু , জনশত্রু হবেন না। বিশ্বের সবচেয়ে সস্তা চিকিৎসা বাংলাদেশের।
সরকারকেও বলব, এই সব লোকজন সরকারকে বিপদে ফেলতে প্রাইভেট প্রাকটিস বন্ধের আওয়াজ তুলছে। এরা রাজনীতির পাশা খেলছে। সাবধান।

____________

ডাক্তার জাফরুল্লাহর বিতর্কিত বক্তব্যে লিঙ্ক

https://daktarprotidin.com/column/3512/%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A1%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়