Ameen Qudir

Published:
2018-08-14 16:32:54 BdST

আর এন টেগোর হাসপাতাল না কসাইখানা


 

 

নবেন্দু বিশ্বাস
___________________________

আমার স্ত্রী ভানুমতি বিশ্বাস 55years Hospital id no 444620 ২০১৭ সালে ঐ হাসপাতাল থেকে Kidney transplant হয় Dr. প্রতীক দাসের অধীনে এবং ভালো হয়ে যায় | Doctor advice করেন যে কোনো fever বা loose motion হলে আমাকেই দেখাতে হবে | বিগত 26.6.2018.তারিখে fever নিয়ে Doctor কে দেখাতে গেলে উনি হাসপাতালে admit করে নেন এবং বলেন যে ৪~৫ দিন লাগবে পরে ১৪ দিন পার হওয়ার পর কোনো improve বা fever না কমায় আমি Doctor কে বলি রুগিকে ছেরে দিন |কিনতু Doctor বলেন যে আর কয়েকটি দিন, পরে Doctor বলেন যে রুগির Menengitis হয়েছে আর কয়েকটি দিন লাগবে | উনি Dr. অম্লান মণ্ডল Neurologist কে দেখতে বলেন |Dr মণ্ডল দেখে Dr সুজয় কুমার স্যন্যালের সাথে আমাকে দেখা করতে বলেন আমাকে Dr. স্যন্যাল বলেন যে রুগির মাথাতে জল জমেছে এখনই VP Shunt অপারেশন করে জল বের করতে হবে না হলে রুগি মারা যাবে এবং আপনাকে হাসপাতালের আজ অবধি বকেয়া পুরা টাকা এবং অপারেশন খরচ মেটাতে হবে | ৫~৭ দিনের পর রুগিকে বাড়ি নিয়ে যেতে পারবেন |সেই মোতাবেক আমি হাসপাতালে ৫৭৪০০০ টাকা জমা দিই | গত ২৬.৭.২০১৮. তারিখে অপারেশন হয় Doctor বলেন যে অপারেশন সাকসেস ৫~৭দিন পর রুগিকে বাড়ি নিয়ে যেতে পারবেন তারপর থেকে রুগি ventilation এ ITU Bed no 20 তে আছে | Doctor কে বললাম আপনি তো বললেন অপারেশন সাকসেস কিসের উপর ভিকতি করে ,পরে কি CT Scan করেছেন ,কোনো উত্তর নেই | বতমানে রুগি কোমাতে চলে যাচ্ছে| বতমানে হাসপাতালের বিল ১২,০০,০০০ উপর টাকা চাইছে |হাসপাতাল আজ অবধি আমাকে বলতে পারলো না যে কি ধরনের menengitis শুধু বলছে সারা body infection হয়ে গেছে। আজ ৪২ দিন পরেও ওরা রোগ ধরতে পারলো না শুধু বিলের পর বিল | আমি ঋন করে ৫,৭৪,০০০ টাকা দিয়েছি | আমি সরকারের নিকট অনুরোধ করছি যে যদি সরকার medical team পাঠিয়ে একটু দেখেন তাহলে হয়ত আমার wife কে বাঁচানো যায় |এটা সরকার করতে পারেন বলে মনে হয় | এই post টি সবাই শেয়ার করুন যাতে মাননীয়া দিদির কাছে যায়। আমি খুব অসহায়।

___________________________

লেখক : রাণাঘাট কোর্টের আইনজীবী নবেন্দু বিশ্বাস ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়