Ameen Qudir

Published:
2018-01-04 17:22:05 BdST

রামেক হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক 




 


সংবাদদাতা
_____________________

 


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে সরফরাজ নেওয়াজ শান্ত (৪০) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।


তিনি মহানগরীর হেতেমখাঁ এলাকার দিলদার আহমেদের ছেলে।

৩ জানুয়ারি দুপুরে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। পরে বিকেলে প্রতারণার মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

চিকিৎসক পরিচয় দিয়ে সরফরাজ হাসপাতালের রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। হাসপাতাল বক্স পুলিশ তাকে আটক করে রাজপাড়া থানায় হস্তান্তর করে।

মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মিডিয়াকে জানান, সরফরাজ নেওয়াজ শান্ত দুপুরে রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে গিয়ে রোগীকে চিকিৎসা দেওয়ার নাম করে প্রতারণা করার চেষ্টা করছিল। এসময় বিষয়টি টের পেয়ে ওই ওয়ার্ডের নার্সরা হাসপাতাল পুলিশ বক্সে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সরফরাজক নেওয়াজকে আটক করে।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় হস্তান্তর করে বক্স পুলিশ। পরে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি হাফিজুর রহমান।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়