Ameen Qudir

Published:
2017-06-08 21:19:48 BdST

আমরা সকল ডাক্তার প্রস্তুত তো মুক্তির এই সংগ্রামে!



ডা. শিরীন সাবিহা তন্বী
_______________________________

সকালের সব ঘরোয়া কাজ সেরে সন্তানকে নিয়ে

 

স্কুলে যাওয়ার পথে নৃশংস ভাবে খুন হয় প্রাক্তন এসপি বাবুল আক্তারের স্ত্রী মীতু।
আজ মিতু হত্যার এক বছর পূর্ন হলো।
চট্টগ্রামে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাকে টিভি ক্যামেরার সামনে এই বিষয়ে জানতে চাইলে গোঁফে তা দিয়ে মিষ্টি মিষ্টি হেসে অফিসার জবাব দিচ্ছেন,যেন কোন বর্বর খুনের আসামী ধরতে না পারার ব্যর্থতা নয় তার প্রথম প্রেমের বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছে।
তিনি বললেন,যতদূর জানা গেছে মূসা এই খুনের সাথে যুক্ত।এই জায়গাটাতে এসে আটকে গেছেন তারা।মূসাকে তো পাওয়া যাচ্ছে না।এখন স্বপ্রনোদিত হয়ে সে খুন করেছে না কারো প্ররোচনায় করেছে এটা মূসাকে না পেলে বলা যাচ্ছে না।
প্রশ্নকর্তা বিগলিত বদনে স্যার স্যার করতে করতে গলায় ফ্যানা তুলে ফেলছেন।
পুলিশের বড় কর্তা বলে কথা।।

বিষয়টি হলো অনুসন্ধানী মন একটু সেন্টি হয়ে গেল।আপনাদের মনে আছে এই কদিন আগের ঘটনা।ঢাকাস্থ সেন্ট্রাল হাসপাতালে লিজেন্ড চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ স্যারের এক রোগীনি হাসপাতালে ভর্তি হওয়ার পরে পরীক্ষা নিরীক্ষায় ক্যান্সার ধরা পরে।এবং চিকিৎসা চলাকালীন সে মারা যায়।
আমাদের উল্টা মঠান নারী সাংঘাতিক তার বেয়াদবী সুলভ উঃ আঃ ক্যাঃ কুঃ মার্কা উপস্থাপনার সময়ে স্যারকে ডাঃ আবদুল্লাহ বলে সম্বোধন করে জেরা করছিল।

মিতুর খুনের পর ৩৬৫ দিন কেটে গেছে।এই দেশের পুলিশ প্রশাসন আজ পর্যন্ত খুনীকে ধরতে পারেনি।একটা সুস্থ সবল নারী,দু সন্তানের জননী।
মেঘ নামক এক শিশু এই জাতির মস্তক অবনত যার সম্মুখে বলে আমি মনে করি,তার বাবা মা সাগর রুনী হত্যার কয়েক বছর কেটে গেছে।বেড রুমে ঢুকে হত্যা হয়।সেই খুনীদের পুলিশ খুঁজে পায় না।
এই দেশে বিচারকের ভুল বিচারে ১৭ বছর জেল খাটে এক নিরাপরাধ।বিচারককে এজন্য কোন সাংঘাতিক টক শো তে ডেকে টক তেঁতুল খাওয়ান না!
আর গুন্ডাদের প্রক্টোস্কপি সাহেব জাতিকে আবেগে পিএইচডি বানায়ে ফেলছে।
সাগর রুনীর বাবা মার আবেগ নাই?
মিতুর বাবা মার আবেগ নাই??
ডাক্তারী আট দশ জন স্বসস্ত্র কনষ্টেবল সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা নয়।সরকারের সফেদ গাড়ীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাগাইয়া অফিস টাইমে সাংসারিক কাজকর্ম করাও নয়।
আজরাইল যখন জান কবজ করতে আসে তখন ডাক্তারের অনুমতি নিয়ে জান কবজ করে না।এই সাধারন সত্যটা না জানার মত নাস্তিক এদেশে কজন আছে???
আপনার ছেলে পরীক্ষায় ফেল করলে কি শিক্ষক পিটান?
খুন কেসে হেরে গেলে উকিল বা ব্যরিষ্টারকে পিটান??
শ্লীলতা হানির অভিযোগ যে বিশ্ববিদ্যালয় অধ্যাপকের নামে ওঠে তাকেও তো গনপিটুনী দেন না।কিংবা বিশ্ববিদ্যালয়ে পাঠানো ছাত্রটি মাদকসেবী হয়ে গেলে এসে শিক্ষক কে তো প্রহার করেন না!
এতক্ষন ধরে কি বলেছি বুঝেছেন তো??
আপনি পয়সা দিয়ে খাবার কিনবেন।নষ্ট হতে পারে।দাম দিয়ে পোষাক কিনবেন।রং উঠতে পারে।গাদা গাদা টাকা টেইলার্সে দিয়ে যে পোষাকটি তৈরী করলেন পরার অযোগ্য করে দিতে পারে।
এদের কারো গায়েই আপনি হাত তোলেন না।হাত তুলতে সাহস পান না।
কেবল হায়াৎ বা আয়ু শেষ হয়ে যাবার পর ও আপনার আত্মীয়ের জান না বাঁচাবার অপরাধে আপনি ডাক্তারের গায়ে হাত তুলবেন???
না ।।
আর না।।
এই শব্দ গুলো মনের ভিতরে গেঁথে নেন।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ঘুমুচ্ছে না।পালস আছে।বিপি আছে।
বাংলাদেশের সত্তর হাজার চিকিৎসকের হৃদপিন্ডে স্পন্দন আছে।শরীরে প্রবাহিত গরম রক্ত আছে।
ম্যাল প্রাকটিশনার,ভেরী গুড প্রাকটিশনার আর অমেরুদন্ডী অল্পসংখ্যক বাদ দিলেও আমরা হাজার হাজার জন আছি।
হাসপাতালে যেমন আছি।তেমনি আছি রাজপথে।
অধিকার আদায়ের এ লড়াইয়ে,সম্মান,সম্ভ্রম আর আত্মরক্ষার এই প্রতিবাদে আমরা মুখর।
এ লড়াই চলবে।
নিরাপদ কর্মস্থলের এই লড়াই শেষ হবে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রনালয় গঠন করে তবে।।

#সংশ্লিষ্ট_সকলে_প্রস্তুত_তো_মুক্তির_এই_যুদ্ধে??

___________________________

ডা. শিরীন সাবিহা তন্বী
বরিশাল

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়