Ameen Qudir

Published:
2017-02-22 16:48:14 BdST

প্রজাপতি দিয়ে আর পার হইতে পারবি না: বাজ পাখির স্টিকার লাগা


 



ডা. মিথিলা ফেরদৌস

__________________________________


ইন্টার্ন এর সময় সবার যখন বিয়ে হয়ে যাচ্ছিলো,বা এনগেজড হয়ে যাচ্ছিলো,তখন আমরা যে কয়জন হতভাগী বাদ ছিলাম,তাদের একজনের সখ ছিলো প্রজাপতির স্টিকার ঘরের কোনায়,কানায়,দরজায়,জানালায়,পড়ার টেবিল,চেয়ারে লাগানো।


আমার আরেক বান্ধবী জয়া,ওর সাথে থাকা মুহুর্ত গুলো ছিলো আমার মেডিকেল জীবনের মজার স্মৃতি।জয়া কে নিয়ে একদিন প্রজাপতি বান্ধবির রুমে গেছি,জয়া বলল,
-----প্রজাপতি দিয়ে,আর পার হইতে পারবি না,বাজ পাখির স্টিকার লাগা।(হিন্দু শাস্ত্রে বিয়ে সঙ্গে প্রজাপতির একটা সম্পর্ক আছে)।


এইটা একটা উদাহরণ। কথা হচ্ছে, এইসব লেখালেখি করে কি কোন লাভ হবে বা হচ্ছে?আমার তো মনে হয়না কিছু হবার কথা।দেশে শিক্ষার হার ই শুধু বাড়ছে বা বলা যায় বাড়ান হচ্ছে।শিক্ষার মান তো বাড়ছে না।এদের কাছে কলমের দাম কতটুকু?


কোন সভ্য দেশে ডাক্তারদের মেরে রক্তাক্ত করা হয়,এমনকি মেয়ে ডাক্তার ও বাদ যায় না?

মানুষ কতটা অসভ্য,জানোয়ার,কাপুরুষ, ইতর শ্রেনীর হলে মেয়েদের গায়ে হাত তুলতে পারে?


কোনো সভ্যদেশে ডাক্তার দের ক্রিমিনাল আইনের আওতায় আনা হয়ছে কি?কোন অসভ্য দেশেও এমন অসভ্য আইন আছে বলে আমার জানা নাই।
আমরা যাদের আমাদের প্রতিনিধি নির্বাচন করেছি,তারাও তো ব্যাপারটা স্বাভাবিক ভাবেই নিচ্ছেন।


যেখানে লায়ন হার্টেড মানুষেরা চুপ,সেখানে আমার মত চিকেন হার্টেড মানুষের লাফালাফি বড্ড বেমানান।


সবচেয়ে বড় কথা আযাচিত ভাবে বাড়ানো শিক্ষিত সুসভ্য মানুষদের কাছে,এইসব লেখালেখির মুল্য কতটুকু?!(যারা জানেই না,বিজয় দিবস কবে,স্বাধীনতা দিবস কি,আমি নিশ্চিত যে এদের অনেককেই জিজ্ঞেস করলে বলতেও পারবেনা,আমাদের প্রধানমন্ত্রীর নাম কি?)


প্রজাপতি দিয়ে কাজ হবার দিন আর নাই,দরকার বাজ পাখির।ভবিষ্যৎ বাজপাখিদের অপেক্ষায় থাকলাম।(আমার কাছে,গান্ধীজী এর অহিংস নীতির চেয়ে,নেতাজি সুভাষ বসুকে বেশি পছন্দ।)।

_______________________

লেখক ডা. মিথিলা ফেরদৌস । সোহরাওয়ার্দি হাসপাতাল।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়