Ameen Qudir

Published:
2017-02-20 05:22:59 BdST

ডাক্তার রক্তাক্তের প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল অগ্নিগর্ভ



ময়মনসিংহ মেডিকেল থেকে বিক্ষুব্ধ ডাক্তার ও শিক্ষার্থীদের যৌথ বিজ্ঞপ্তি
__________________________

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডা. তন্ময় পাল তপু র উপর সন্ত্রাসীদের পরিকল্পিত, ন্যাক্কারজনক এবং পাশবিক হামলার প্রতিবাদে ইন্টার্নী চিকিৎসকদের পক্ষ থেকে মানববন্ধন পালিত হয়েছে। উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, জেলা বিএমএ এবং স্বাচিপের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, ডক্টরস ক্লাব এবং ইচিপের নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ ।

 

 

সবাই ডাঃ তন্ময় পাল তপুর উপর এ হামলার তীব্র নিন্দা জানান এবং ক্ষোভ প্রকাশ করেন । ডাক্তারদের উপর যাতে এ ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রশাসনকে জোর দাবি জানান । এবং ভবিষ্যতে কোনো ডাক্তারের উপর এরকম ঘটনা ঘটলে তা কঠোরহস্তে প্রতিহত করার আশ্বাস দেন ।
সবশেষে, সোমবার দুপুর বারো ঘটিকার মধ্যে আসামীদের গ্রেপ্তার করা না হলে, জেলা বিএমএ, স্বাচিপ, ডক্টরস ক্লাব, ইচিপ এবং ছাত্রলীগ কঠোর আন্দোলনের ঘোষণা দেয় এবং ইন্টার্নী চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দেয় ।
আমরা সাধারণ শিক্ষার্থীরাও এ দাবির সাথে সহমত পোষণ করে, দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি করছি । অন্যথায় আরো কঠোর আন্দোলনের ঘোষণা আসবে । গণমাধ্যম এবং প্রশাসনকে সর্বাত্নক সহযোগিতার অনুরোধ করছি । বিজয় আসবেই ।

 

ডাক্তারদের উপর হামলা বন্ধ হোক
#নিরাপদ কর্মক্ষেত্র চাই
#চিকিৎসক বান্ধব স্বাস্থ্য আইন চাই ।

 

_________________________________________

সুমন হুসাইন, অরুণ রায়, রাহিদ হাসান , মাহফুজুল আলম রতন, শিহাবউদ্দিন , ময়মনসিংহ মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়