Ameen Qudir

Published:
2017-02-07 22:25:39 BdST

আর কত মার খেলে প্রমাণ হবে , ডাক্তাররা ভয়ঙ্কর নিরাপত্তাহীনতার মুখোমুখি


 

ডা. নাসিমুন নাহার
______________________________


এরপর কে !

Start count down 9.......7......5.....3.......1

আজকে থেকে যদি আর কোন রোগীকে 'বাবা/ মা' বলে সম্বোধন করি..........জীবনেও না।

মোবাইল আর ফেইসবুকে 'টুকটাক সর্দি কাশি, আনওয়ানটেড প্রেগনেন্সি, জন্ম নিয়ন্ত্রন পদ্ধতির শলাপরামর্শ ইত্যাদি'র বলি..........নিজের গালে চড়।

কারো জন্য হোক যতই গরীব কোম্পানির কাছ থেকে চেয়ে ফ্রি ওষুধ এনে দেই........
নিজে একটা বে আক্কেল।

রক্ত ম্যানেজ করার জন্য এরে ওরে মাঝরাতে বিরক্ত করি...............তাহলে আমি একটা কসাই।

কারো প্রেসক্রিপশনে ইনভেশটিগেশনে ডিসকাউন্ট লিখে দেই...........তাহলে অবশ্য ই আমি একটা লোভী।

3rd year থেকে বহুত হয়েছে ভালো মানুষী।মেডিকেল কলেজগুলো আমাদের পেশাদার ডাক্তার বানাতে যতটুকু পারে তার থেকে কয়েকগুন বেশী বানিয়ে দেয় -- বিবেকবান/নীতিবান/আদর্শ মানুষ হবার জন্য লোভী !

হুমমম লোভী ই।আমরা রোগীর কথা ভেবে ভেবে মানবিক হই, কর্ম বিরতি কিংবা কোন রকম আন্দোলনে যাই না।অথচ রোজই আমাদের কেউ না কেউ মাইর খেয়ে প্রমান দিচ্ছে--- আমাদের মহত্ত্বের।
আচ্ছা নিজেই যদি না বাঁচি কি লাভ হবে এত ভদ্রলোকের ইমেজ নিয়ে !!
নাকি "কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল" এর মতো আমাদের ইতিহাস রচিত হবে !

____________________________

ডা. নাসিমুন নাহার । প্রতিবাদী লেখক।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়