Ameen Qudir

Published:
2017-02-07 04:21:10 BdST

প্রতিবাদও করা হল, সরকারেরও দাবী মানা লাগল না


 

ডা. বাহারুল আলম
________________________

অভিমানী সংক্ষুব্ধ চিকিৎসকরা খুলনা বিএমএ-র মিলন চত্বরে, মাঘের মিষ্টি রৌদ্রে ১ ঘণ্টা চিৎকার করে প্রধানমন্ত্রীকে বুঝানোর চেষ্টা করলো , এ শিক্ষামন্ত্রী কেবল চিকিৎসকদের চরিত্রই হনন করেন নি , আপনার রাজনীতির চরিত্রও হনন করেছেন।

চিকিৎসকরা আরও বলার চেষ্টা করেছে, শিক্ষামন্ত্রী একজন ব্যর্থ মন্ত্রী। তাকে মন্ত্রী সভা থেকে বাদ দেওয়ার চিন্তাভাবনা জাগ্রত বা উদয় হোক। চিকিৎসকদের এই চিৎকার প্রধানমন্ত্রীর কর্ণকুহরে প্রবেশ করবে কিনা, তিনি আমলে নেবেন কিনা, শিক্ষামন্ত্রী বাদ পড়বে কিনা - তা অনিশ্চত।

চিকিৎসকরা সাহসের সাথে শাস্তি চাইল প্রশ্নপত্র প্রণেতা ও নিয়ন্ত্রণকারী বোর্ড কর্মচারীদের । সে সাথে আরও দাবী করলো , সংশ্লিষ্ট সৃজনশীল প্রশ্নপত্র বাতিল ও পুনঃপরীক্ষা নেওয়ার।

সংকট হল চিকিৎসকরা প্রতিবাদের ক্ষেত্রেও এতটা স্বাধীন ও শক্তিশালী নয় যে সরকারের উপর চাপ প্রয়োগ করে তাদের দাবী আদায় করে নেবে। সমগ্র বাংলাদেশে চিকিৎসকদের প্রতিবাদ দেখলে মনে হয়,- “তাদেরও প্রতিবাদ করা হল, সরকারেরও দাবী মানা লাগল না”। তাই আমি অনুষ্ঠান শেষে ঘর্মাক্ত তরুণ চিকিৎসককে জিজ্ঞেস করলাম , ‘বিক্ষোভ সমাবেশে তুমি কি ছিলে? সে শরীর ঝাঁকুনি দিয়ে বলল, স্যার why not ? আমি পিঠ চাপড়ে বললাম, সাব্বাস! বাঘের বাচ্চা” ।

অপমানের জ্বালা ধারণ না করলে কেউ চ্যাতে না। তাই আমি নিঃশব্দে মনেমনে মাইকেলের ভাষায় বললাম –“ চিকিৎসকরা কি ডরায় কভু ভিখারি রাঘবে?” পরাজিত চিকিৎসকদের চেতনার অলিন্দে কবে যে রক্তক্ষরণ হবে সে প্রত্যাশায় থাকলাম।
আমরাই আমাদের স্বাধীনতার কাছে পরাধীন।

___________________________

ডা. বাহারুল আলম । প্রখ্যাত পেশাজীবী নেতা। সুবক্তা। সুলেখক।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়