Ameen Qudir

Published:
2017-01-14 19:41:45 BdST

প্রেগনেন্ট হয়ে যেন পাপ করে ফেলেছি : নারী ডাক্তারদের করুণ সত্য কাহিনি


 

 

 

ডা. শিরিন সাবিহা তন্বী

_________________________________


১ম রুগী -

- ফ্রি?
- জ্বী ম্যাডাম।
- আই ডি কার্ড?
- আমি নার্স। নতুন জয়েন করেছি।আই ডি কার্ড হয়নি এখনও!
- প্রেগনেন্সী?
- জ্বী।
- প্রতিদিন ই নতুন জয়েন করা নার্স রুগী পাচ্ছি।
- ম্যাডাম।সবাই রিল্যাক্স।চাকরী পাইছে।বিয়া করছে।ফেমিলি কমপ্লিট করতেছে।হি হি হি।।
- আপনার বয়স বাইশ বছর??
- জ্বী ম্যাডাম।

২য় রুগী

- বয়স একুশ?
- জ্বী ম্যাডাম।
- ফটোকপি ঝাপসা।RAB এ কে জব করে?স্বামী?
- জ্বী না ম্যাডাম।আমি নিজে।
- সমস্যা বলুন।
- আপনি আলট্রাসনো কইরা আমাকে রিপোর্ট দিবেন ম্যাডাম।আমি প্রেগন্যান্ট কিনা।
- হলে?
- হলে ঐ রিপোর্ট দেখে আমাকে আমার পোষ্টিং এ পাঠাবে।
- বুঝিনি।
- আমি পুলিশ কনষ্টেবল।এক বেবী দু বছর।এখন আমাকে গাজীপুরে আমার পোষ্টিং।ঐখানে পাঠাবে।আমি ঐখানে এই দশ মাস শুধু অফিসে যাব।সিগনেচার দিয়ে বাসায় যাব।এরপর মেটারনিটি লিভ নিব।
- আগেরটায় পেয়েছেন?
- হুম পাইছি।
- এত এত মেয়ে পুলিশ!এই সকলে পুরো প্রেগনেন্সীতে কোন কাজ করে না?
- না ম্যাডাম।অফিসাররা ও না।
(একটু কি নষ্টালজিক হলো ডাক্তারনী??ছেলের জন্মের চৌদ্দ দিন আগেও হাসপাতালে এসে রেডিওলোজি বিভাগের রেডিয়েশন খেতে হয়েছিল।ফোঁলা পা নিয়ে রুগীর আলট্রাসনো করতে হয়েছিল মেটারনিটি লিভ পাস হবার আগের দিন পর্যন্ত)

৩য় রুগীনি

- কোন ইয়ার?
- ম্যাম ফাইনাল ইয়ার।প্রায় প্রতিদিন ই এটা সেটা পরীক্ষা চলতেছে।
- বয়স চব্বিশ???
- জ্বী ম্যাম।
- কি সমস্যা?
- ম্যাম!বেবী নিতে চাইনি।হঠাৎ চলে আসছে।একদিকে পড়া।পরীক্ষা।স্বামী,শ্বাশুড়ী,মা সবাই আপসেট আমার কষ্ট দেখে।খুব বমি হয়।পেটে ব্যথা হয়।ওয়ার্ডে কোন কোন স্যার গালি দেন পরীক্ষার আগে প্রেগনেন্ট কেন হলাম।ম্যাম এমন খারাপ লাগে যেন পাপ করে ফেলেছি।।

(ম্যাম গভীর মমতায় তাকালো!আহারে বেচারা!বাপের আহ্লাদের,মায়ের যত্নের সোনার টুকরো মেধাবী মেয়ে।সরকারী মেডিকেলে চান্স পাইছিস!পাপ তো করেছিস!এই দেশে মেধাবী হয়ে জন্ম নেয়া পাপ)

মাননীয় স্বাস্থ্য_অধিদপ্তরের কর্তা ব্যক্তিগন____প্রতিবছর আট_হাজার_ডাক্তার_পাস_করেবের হচ্ছে ।
#সরকারী_মেডিকেল_থেকেই_তিন_হাজার
#বয়স_বাড়ছে ।
#বাড়ছে_বেকার_ডাক্তার
#আমাদের_ছেলেপেলেদের_কবে_চাকরী_হবে____কবে_ফেমিলি_কমপ্লিট_হবে ।


___________________________________

 

ডা. শিরিন সাবিহা তন্বী । দেশের জনপ্রিয় কলামিস্ট। মহৎপ্রতিভাবান কথাশিল্পী। মেডিকেল অফিসার, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়