Ameen Qudir

Published:
2017-01-14 15:39:00 BdST

কলকাতার রোগী এদেশে দেখাতে আসেন


 



ডা. বিপ্লব ভট্টাচার্য
_______________________

বেশ কিছুদিন ধরে ভাবছি টুকরো স্মৃতিগুলো লিখবো । বিশেষত রোগী, চিকিৎসা ইত্যাদি।

শুরুতে বিদেশী রোগীদের নিয়ে লিখি। দেশের মানুষ বিদেশে যায়..তবে বিদেশিরাও এদেশী ডাক্তার দেখায়.।

ফিলিপিনো একজন রোগী ঘুরে ঘুরে আসেন । বাংলা, ইংরেজী দুটোই কম বোঝেন। তবে কাজ চালিয়ে নেয়া যায়।

এদেশি রোগীরা মধ্যপ্রাচ্যে গিয়ে একই সমস্যায় পড়েন । চট্টগ্রামে কিছু কোরিয়ান আছেন। ওদের সাথে আবশ্য দোভাষী থাকে । গার্মেন্টস আর স্টীল খাতে এখানে ইন্ডিয়ান যারা আছেন তাদের চিকিৎসা দিতে ভালো লাগে। ইংরেজিতো আছেই। ওদের বাংলা আর আমার কুছ কুছ হিন্দী তে বাতচিতটা খারাপ হয়না।

আর আমাদের দেশের কিছু রোগির মত কথায় কথায় ইন্ডিয়ার নামও নেন না।এরকমই আমার একজন রোগি নামটা উল্লেখ করলাম না । ।ইপিজেড এর বিদেশিদের বিশেষত ভারতীয আর শ্রীলংকান দের অনেককেই ইনি আমার কাছে পাঠিয়েছেন। আর উনার স্ত্রীর ডেলিভারীর সময়েও উনি এদেশী চিকিৎসক আর হাসপাতালে অাস্থা রেখেছেন. ।


কোলকাতার একজন রোগি এদেশে আসলেই একবার আমার কাছে দেখাতে আসেন । আমি ঠাট্টা করে বলি আপনি দেখি উল্টোরথের যাত্রী । উনি বলেন আমার আপনাকে দেখাতে ভালো লাগে । কয়েকমাস আগে কোলকাতার একজন চলচিত্র ব্যক্তিত্ব চট্টগ্রামে এসে অসু্স্থ হয়ে পড়লেন । উনার কথা এজন্য মনে বেশ দাগ কেটে যায় যে স্বল্প সময়েই উনার সাথে সত্যজিত রায় এর ছবি নিয়ে কথা হলো । যাবার সময় এই বিষয়ে উনার নিজের লেখা একটি বই উপহার দিয়ে গেলেন ।

_________________________________

ডা. বিপ্লব ভট্টাচার্য । লোকসেবী জনপ্রিয় চিকিৎসক।
কাজ করেন Chittagong Medical College এ।
প্রাক্তন Chittagong Medical College
Notre Dame College

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়