Ameen Qudir

Published:
2017-01-09 14:55:26 BdST

ভাবনা ম্যাডাম কেমন আছে ? হালিমের কটা বাচ্চা-কাচ্চা ?


 

ডা. নুরুল হাসান বাবু
________________________

 ১৬ তম ব্যাচের পূর্ণমিলনী হল । রাতে সুজা ও দেবু হন্তদন্ত হয়ে আমার কাছে হাজির । তাদের চোখেমুখে আনন্দ ও প্রশ্ন দুই বেশ স্পষ্ট । তাদের প্রস্তাবনা আমরা ২০ তম ব্যাচ এ বছরই ক্যাম্পাসে একটা পূর্ণমিলনী করতে পারি কি না ! চুনী নাকি এই আয়োজন প্রয়োজনে একাই করবেই বলে one man army র মত আজ ঘোষনা দিয়ে দিয়েছে !


আমি প্রথমত তাদের মনোবল যাচাই এর জন্য বলে বসলাম আয়োজনটা Premature হয়ে যাচ্ছে না তো ? অনেক ব্যাচের তো এখনও বাকী ? আমার এই ধরনের প্রশ্ন করাতে তারা একটু আহতই হলো এবং মনে মনে আমাকে আহাম্মক বলে গালি দিল সেটা বুঝতে পারার সাথে সাথে আমিও তাদের সাথে একাত্মতা এনে বলতে থাকলাম - কেন নয়? আলবাত পারি ।

 

এখন আমিও একমত । ১০০ ভাগ নিশ্চিত ভাবে আমরা এ আয়োজন করতে পারি । এখন ২০ তম ব্যাচের আমরা সবাই মোটামুটি টেনশন ফ্রী ..ব্যাচের যারা পড়াশুনার মধ্যে ছিল তাদের মোটামুটি ৯৯ ভাগ আজ সফল ...সরকারী/বেসরকারী সহকারী ও সহযোগী অধ্যাপক স্যার ম্যাডাম তো গুণে শেষ করা যাবে না ..আমার মত ১/২ জন যারা রণে ভঙ্গ দিয়ে বসে আছি তাদের কথা আলাদা । তবে আর্থিক সঙ্গতি আলহামদুল্লিলাহ পুরা ব্যাচের গড় এতটা খারাপ না যে আমরা সবাই মিলে একটা সুন্দর আয়োজন করতে পারব না ।

একটা পূর্নমিলনী হওয়া সত্যিই দরকার । আজ প্রায় ১৬/১৭ বৎসর আমরা ণৃ গোষ্টির মত আলাদা আলাদা কাজ ও অবস্থানের কারনে । কতদিন জুয়েল , জাকির , যুলকারনাইন কে দেখি না ..ভাবনা ম্যাডাম কেমন আছে ?

 

হালিমের কটা বাচ্চা-কাচ্চা ? শুনেছি অনেকের নাকি ক্রিকেট টীম হয়ে গ্যাছে । শামীম কী এখনো সকালে ঘুম থেকে উঠে বিছানায় ঘন্টা দেড়েক আরো বসে থেকে বলে -'দাঁড়া একটু রেষ্ট নেই।' লেডিস হোষ্টেল টীমের সভাপতি শাহীন চাচার খোঁজ পাইনা বহুদিন ..। আমিতো আবার অনেকের বিয়ের উকিল বাবা...জামাইদের খবরও জানিনা বহুদিন । অনেক অনেক কিছু জানতে ইচ্ছে করছে ..। আর এখন তো সবাই মাঝ বয়সী আল্লাহ কখন যে কার কী করেন !

 

আসলেই একটা মিলনী দরকার । তোমরাও আর অমত কোরো না ..সবাই একমত হও ..আমাদের এই পূর্ণমিলনী আমাদের হৃদয়ের টানে হবে ...সকলের অংশগ্রহনে সকলের উদাত্ত উদ্বাহু সহযোগীতায় । এসো আমরা দলমত সকল স্বার্থ চিন্তার উর্ধে থেকে এই পূর্ণমিলনী সফল করার প্রয়োজনীয় উদ্যোগ নেই...তোমাদের সকলের মতামতের প্রত্যাশায় ।

_______________________________

লেখক ডা. নুরুল হাসান বাবু । শক্তিমান কথাশিল্পী। তার হাতে যাদু আছে। পেয়েছেন ব্যাপক পাঠকপ্রিয়তা। ডাক্তার প্রতিদিনেও নিয়মিত লিখছেন তিনি।
Clinical Ultrasound Consultant at Popular Diagnostic Centre Ltd.
Works at Bangladesh Govt.
Former Assistant Registrar at National Institute of Mental Health
Studied Bachelor of Medicine & Surgery (MBBS) at Rangpur Medical College

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়