Ameen Qudir

Published:
2017-01-01 17:54:38 BdST

নিজ হাতে গ্লাভস ছাড়া রোগীর বমি ও মল পরিস্কার করেছি : অামি ডাক্তার


ডা. মো. নাসিরউদ্দিন আহমেদ

____________

 

 

 

ডাক্তার প্রতিদিন


_______________________________

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বিগ্রেডিয়ার জেনারেল মো. নাসিরউদ্দিন আহমেদ ওই হাসপাতালটিকে সেবার উজ্জ্বল প্রতিষ্ঠান হিসেবে সাজাতে গিয়ে দালাল সিন্ডিকেটের নানা চক্রান্তের শিকার হয়ে চলেছেন।
এ নিয়ে এখন ওপেন মিডিয়া সরগরম। শুভবুদ্ধির মানুষ ডা. নাসিরউ্দ্দিনের পক্ষে সরব।

ডা. নাসির উদ্দিনও তার কথা অতি সংক্ষেপে প্রকাশ করছেন ।
তার একটি লেখা এর আগে ডাক্তার প্রতিদিন প্রকাশ করেছিল।
অাজ আরেকটি লেখা প্রকাশ করা হল।
###
_________________________
ডাক্তার কথন
------------------
আমি দীর্ঘ ৩০ বছর দেশে বিদেশে রোগী চিকিৎসা ও হাসপাতাল ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে আসছি।যখনই ডাক্তারদের নিয়ে আলোচনা হয় তখনই নেতিবাচক কথা বলা হয়।

অন্য পেশার মধ্যে পুলিশ নিয়ে নেতিবাচক আলোচনা বেশী হয়।আমলাদের নিয়ে হয় না।উকিল,ইঞ্জিনিয়ার দের নিয়ে আলোচনা কম হয়।

পার্বত্য চট্টগ্রাম এ ১৯৮৯ সালে দুই বছর চাকুরী তে একা একজন ডাক্তার হিসেবে রোগীদের সেবা ও যত্ন কোন পর্যায়ে পর্যন্ত করেছি তার একটা উদাহারন দিচ্ছি।নিজ হাতে গ্লাভস ছাড়া রোগীর বমি ও মল পরিস্কার করেছি।প্রতিদিন ১০০র উপর রোগী দেখতাম।নববিবাহিত হিসেবে ছুটিও পেতাম না ।
তারপর সি এম এইচ এ জরুরী বিভাগে কাজ করতে গিয়ে প্রায়ই দুপুরের খাবার মিস হতো।প্রায়শই সিনিয়রদের ডিউটি করে দিতে হত।ঈদের দিনে ডিউটি করতাম।
নুতন সংসার।বউ নিয়ে ঘুরতে পারতাম না।রাতে ক্লান্ত দেহে ঘুমিয়ে পরতাম।

তারপর হাসপাতাল ব্যবস্থাপনার দায়িত্বে এসে দেখি নাই নাই।অনেক সমস্যা।১০০০ বেডের রোগীর হাস্পাতালে ২৩০০ রোগী রাখতে হয়।বিল্ডিং পরিতাক্ত, টিভি চ্যানেল গুলো স্যুট করতে ব্যস্ত।লিফট ছিড়ে যায়। সাংবাদিক রা সুটিং নিয়ে ব্যস্ত।

কিন্তু সাংবাদিক ভাই রা লিফট কেন ঠিক হলো না,বিল্ডিং কেন সংস্কার হচ্ছে না তা নিয়ে প্রতিবেদন করে না।আমি অতিরিক্ত বাজেট কেন পাচ্ছি না তা নিয়ে প্রতিবেদন করে না।
ডাক্তারদের কে বসবার জন্য নুন্যতম পরিবেশ কেন দেয়া যাচ্ছে না তা নিয়ে কথা বলে না।কেন প্রয়োজনীয় যন্ত্রপাতি নাই তা নিয়ে জনগনের মাথা ব্যথা নাই।

এরপর আছে পরিচালক কে বদলি করার ষড়যন্ত্র। কারন অন্যায় সুবিধা ভোগী রা সুযোগ পাচ্ছে না।

সব পেশাতেই খারাপ লোক থাকে।এর জন্য ঢালাও ভাবে সবাই কে দায়ী করা বিবেচনাপ্রসূত কাজ নয়।

এদেশে সরকারী চিকিৎসা ব্যবস্থায় গুনগত পরিবর্তন আনতে হলে আমলা নির্ভরতা কমাতে হবে।রোগীদের চার্জ আনুপাতিক হারে বাড়াতে হবে।
পেশাজীবি সৎ ও পরিশ্রমি ডাক্তারদের নেতৃত্বে পুরো চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে।
Image may contain: 1 person, smiling, beard and text । #####

 


________________
ডা. মো. নাসিরউদ্দিন আহমেদ
Hospital Director at Mymensing Medical College Hospital

Former Commandant at CMH,Dhaka


Studied at Chittagong Medical College

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়