Ameen Qudir

Published:
2016-12-26 03:15:36 BdST

এস্পিরিন দিয়ে ব্রণের দাগ যায় !


 

_________________________

মহসিনা আক্তার তাওহীদা মিতু, এমবিবিএস শিক্ষার্থী
__________________________

এক ভাই ফোন দিয়ে জিজ্ঞেস করছে,
-"কয়েকটা এস্পিরিন ট্যাবলেটের নাম বলতো।"
-"এস্পিরিন? :
কার জন্য?কার কি হইছে?"
-"আর বলিস না,তোর ভাবীর জন্য।"
-"ভাবী?" (উনি ৩৫ বছর বয়সেও এখনো বিয়েই করেননি!!!)
-"হুম,ইয়ে...আমার গার্লফ্রেন্ড আর কি।
-"ওহ, তাই বলো। : তা আমার নতুন ভাবীর কি হয়েছে শুনি?"
.
-"আসলে হয়েছে কি, ওর সাথে আমার ফেসবুকে পরিচয়। ছবি দেখে ভাল লেগেছিল, কথা বলতে বলতে প্রেম। ১ বছর পর দেখা করেছি।"
-"এই তাহলে?উনার কি প্রেমের অসুখ?"
-"মজা নিস না।

ওর মুখে না ব্রণের দাগ। বাকি সবই ঠিক আছে,শুধু দাগের জন্য ভাল্লাগেনা। দৃষ্টিকটু লাগে। ভাল যখন বেসেই ফেলেছি, ওকে ছাড়তে পারবো না। তাই দাগকে ছুটিতে পাঠাই। হাহাহা...তুই কয়েকটা এস্পিরিন ট্যাবলেটের নাম বল বোন,প্লিজ।"

-" :এস্পিরিন খেলে ব্রণের দাগ যায়???? জানি না তো!"
-"কি জানিস?মেয়ে হয়ে রূপচর্চার এই প্রসেস শিখিসনি?তোর ভাবী বলেছে,একটা ফেসিয়াল মাস্ক বানাতে এস্পিরিন ট্যাবলেট লাগে। এর স্যালিসাইলিক এসিড দাগ দূর করে।"

 

এখন আমার প্রশ্ন,জাতি কি আমার মত গাঁইয়া ক্ষ্যাত আনস্মার্ট ফইন্নি টাইপ মেয়েকে মেনে নিবে?
কেউ আমারে এক ট্রাক এস্পিরিন আইনা দাও। খাইয়া পিনিকে চইলা যাই ।


_________________________

মহসিনা আক্তার তাওহীদা মিতু, এমবিবিএস শিক্ষার্থী
Community Based Medical College, Bangladesh

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়