Ameen Qudir

Published:
2016-12-21 05:12:02 BdST

কোথাও চান্স না পেলে আগে ছিল জাতীয় ভার্সিটি আর এখন মেডিকেল কলেজ



ডা. রফিকুল শিমুল কবির

______________________________
মেডিকেল শিক্ষার মান বাড়ানোর
উপায়সমুহ:
১। ভর্তি পরীক্ষার পাশ মার্ক ন্যুনতম ৬০ করা।(প্রফ পরীক্ষার পাশ মার্ক যেহেতু ৬০)।
২। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড হতে হবে।(অস্টম শ্রেনীতে ভর্তি হওয়ার মত প্রশ্নপত্র যেন আর তৈরী না হয়।)
৩। যেসব মেডিকেলে লোকবল, নিজস্ব ক্যাম্পাস, প্রয়োজনীয় ভিসেরা, ডেডবডি, যন্ত্রপাতি নাই অবিলম্বে সেগুলো বন্ধ করে দেওয়া।।
৪। প্রফেশনাল পরীক্ষার স্ট্যান্ডার্ড নিশ্চিত করা।। শুনেছিলাম এক্সটারনালের হাতে বড় গিফট দিয়ে গড়ে হরিবল সব পাশ করা যায়। এটা বন্ধ করতে হবে। এটা শুরু করেছে বেসরকারী মেডিকেল ফলে দেখা যেত বেসরকারী ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিলেই পাশ এখন সরকারীতেও পাশ সহজ হয়ে গেছে।
কিছু বেসরকারী মেডিকেল মানসম্পন্ন এবং সেখানে সবাই কম মেধাবী নয়।। দুঃখ এখানেই আগে কোথাও ভর্তি হতে না পারলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হত আর এখন কোথাও ভর্তি হতে না পারলে মেডিকেল তো আছেই।।
লেখক যা বলেছ তাতে আর ভর্তি পরীক্ষার দরকার কি? যার ইচ্ছা মেডিকেলে ভর্তি হবে, তখন না হয় পড়াশোনা করে মেধাবী হবে।।
তবে আমার প্রস্তাবনা উল্লেখ করলাম সাথে এও বলি শিক্ষকশুন্য সরকারী মেডিকেলেরও দরকার নাই। প্রথম ৫০০০-৭০০০ এর পরে যারা তাদেরকে আমার মেডিকেলে পড়ার যোগ্য মনে হয়না সুতরাং মেডিকেলের মানোন্নয়নে এদের ভর্তিরও দরকার নেই।।
তবে বেসরকারী মেডিকেলের ছাত্রছাত্রীদের বলব আপনাদের কয়জন মালিক আপনাদের টাকার জন্য মেডিকেল কলেজ খুলেছে আর কয়জন সত্যিকার অর্থে মেডিকেল শিক্ষার জন্য কলেজ খুলেছে জানবেন।
বিশাল বিত্তশালীও কেউ কি এখন পর্যন্ত সরকারী মেডিকেল ছেড়ে বেসরকারীতে ভর্তি হয়েছে??
শেষ পর্যন্ত একটি কথা বলব। মেডিকেল শিক্ষায় যোগ্যতমের জয় হবে।। মানহীনরা প্রাকৃতিক নিয়মেই বাতিল হয়ে যাবে।। যেভাবে প্রতিবছর বেকার ডাক্তার বের হচ্ছে ডাক্তারদের আর্থ সামাজিক মর্যাদা নিম্নমুখী তাতে অচিরেই ডাক্তারি পড়ার মোহ কেটে যাবে।।

___________________________

লেখক ডা. রফিকুল শিমুল কবির । ঝালকাঠি সদর হাসপাতাল। চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়