Ameen Qudir

Published:
2016-12-21 04:52:22 BdST

ডামি ভিসেরা দিয়ে ডাক্তার বানায় আর নিজেরা কাশি হলে সিঙ্গাপুর যায়


 

 

ডা. শিরিন সাবিহা তন্বী

________________________________
অামার লেখা ভাল করে পড়ুন। ওই লেখায়
মানহীন মেডিকেলের কথাই বলা হয়েছে।মানহীন স্টুডেন্টদের কথাই বলা হয়েছে।আর যারা নিজেদের ব্যবসার তাগিদে টাকা বানাবার আউট প্রোডাক্ট হিসেবে ডামি ভিসেরা দেখিয়ে রুগী দেখিয়ে মানহীন ডাক্তার বানিয়ে নিজেরা কাশি হলেও সিঙ্গাপুর যায় আর বাংলাদেশের স্বাস্থ্য খাত ধ্বংস করছে তাদের বলা হয়েছে।।
আর আলাদা সুবিধা দিয়ে হলেও নবসৃষ্ট মেডিকেলে পড়ার পরিবেশ এবং মান বজায় রাখতে বলা হয়েছে।

হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ পাস করা ডাক্তার আলট্রাসনোতে ডিপ্লোমা পাস করলে ,দুই লক্ষ টাকা দিয়ে তারাও তো সনোলজিষ্টদের কলিগ।
তাই কি?
টাকা দিয়ে ডাক্তারী পড়া যায় - এই কনসেপ্ট ই বাংলাদেশের মত এত দুর্নীতিমনা জনগনের দেশে একটা ভুল কনসেপ্ট।আর এটা একবার শুরু করায় সেটাকে এখন এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে হেল্থ সেক্টরটা এক্কেবারে শেষ।এই পেশা এখন আর ডাক্তারদের নেই।এই পেশা এখন দালাল আর ব্যবসায়ীদের কন্ট্রোলে।ডাক্তার কেবল রিমোট দেয়া পুতুল।।

_____________________________

 

লেখক ডা. শিরিন সাবিহা তন্বী । ডাক্তার প্রতিদিনের নিয়মিত লেখেন। হাজার হাজার পাঠক নিয়মিত তার লেখা পড়েন।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়