Ameen Qudir

Published:
2018-12-25 07:03:45 BdST

অভিনন্দনসিলেট ওসমানী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা.মইনুল হককে অভিনন্দন


 

বিজ্ঞপ্তি
_____________________

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা.মইনুল হক ।ওসমানী মেডিকেলের সর্বস্তরের শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থী কর্মীবৃন্দ নতুন অধ্যক্ষকে স্বাগত জানান। শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মাঝে তিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র এবং সম্মানিত। চিকিৎসক হিসেবে লোকসেবী , সর্বস্তরের সিলেটবাসীর কাছে বিশেষ মর্যাদার অধিকারী।

বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় মেডিকেল কলেজের অধ্যক্ষ পদটি শূন্য হয়।রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে অধ্যাপক ডা.মইনুল হককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়।

তার সহধর্মীনী, গাইনি এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ডা.নাসরীন আখতার। বিবাহিত জীবনে তিনি দুটি সন্তানের জনক। বড় সন্তান-ডা.মেহরিন তাসনিম রাকা এবং ছোট সন্তান মাহপারা তানজিম ঋতি, এবার এইচএসসি পরীক্ষার্থী।

ওসমানী মেডিকেলের সর্বস্তরের শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থী কর্মীবৃন্দ নতুন অধ্যক্ষকে স্বাগত জানান।


সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আর কে এস রয়েল এক অভিনন্দন বার্তায় বলেন,
Congratulations
Very Newly Appointed Principal of
Sylhet MAG Osmani Medical College
Prof Dr Md Moynul Haque Sir, Professor and Head of Microbiology & Virology Department.

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়