Ameen Qudir

Published:
2018-10-01 07:18:21 BdST

প্রিয় অধ্যক্ষ ডা. কালাম ব্যাপারীর জন্য আন্দোলন করছে ঢাকা ডেন্টালের শিক্ষার্থীরা


 

 

ডা. জুয়েল রানা
____________________________


ঢাকা ডেন্টাল কলেজের সাধারন ছাত্রছাত্রীরা তাদের প্রিয় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আবুল কালাম ব্যাপারী স্যারকে ফিরিয়ে আনার জন্য বিগত কয়েকদিন ধরে আন্দোলন করে চলেছে।

উল্লেখ্য অধ্যাপক ডাঃ আবুল কালাম ব্যাপারী অত্যন্ত শিক্ষার্থী বান্ধব, দক্ষ প্রশাসক এবং নিয়মানুবর্তী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

উনি দায়িত্ব নেবার পর থেকে কলেজের সামগ্রিক উন্নতি সাধন করেছেন, ছাত্রছাত্রীদের প্রায় সকল সমস্যার সমাধান করেছেন। সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার খর্ব করে কোন মহলকেই বিশেষ কোন সুবিধা প্রদান করেননি।

ঢাকা ডেন্টাল কলেজ এর ৫৭ বছর পূর্তি উপলক্ষ্যে একটি চমৎকার অনুষ্ঠান ও মিলনমেলা উপহার দিয়েছেন।

কিন্তু কিছু মানুষের রাজনৈতিক হিংসা ও উর্ধতন কোন মহলের বিরাজভাজন হয়ে উদ্দেশ্য প্রনোদিত ওএসডি এর শিকার হয়েছেন।

সাধারন ছাত্রছাত্রীরা এটা মেনে নিতে পারেনি, এবং আজও পর্যন্ত তারা ক্লাস বর্জন করে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

 

ইতিমধ্যে অন্য একজন শিক্ষককে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলেও, সাধারন শিক্ষার্থী রা তাদের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আবুল কালাম ব্যাপারী স্যারকে কলেজে ফিরে পাবার জন্য আন্দোলন করছে।

তাদের এই আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক এবং অরাজ নৈতিক।

ঢাকা ডেন্টাল কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে আমি চিকিৎসক সমাজের নীতিনির্ধারক পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

___________________________

 

ডা. জুয়েল রানা ।
সুলেখক।

resident dental surgeon at Bangabandhu Sheikh Mujib Medical University;Trainee at FCPS PART 2
Studied Bachelor of Dental Surgery at Dhaka Dental College & Hospital (DDCH)
Studied MCPS in Dental Surgery at Bangladesh College of Physicians and surgeons

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়