Ameen Qudir

Published:
2018-09-18 16:25:37 BdST

ভুটানের হবু প্রধানমন্ত্রী আমার বন্ধু: বলত, ডাক্তার হলে সেবা করার সুযোগ আরও বেড়ে যায়


 


ডা. অসিত মজুমদার
______________________________

 

আমার বন্ধু Dr Lotay Tshering লোটে শেরিং । ভুটানের হবু প্রধানমন্ত্রী। আমার মেডিক্যাল কলেজের বন্ধু। ভুটানের নাগরিক। ভুটান সরকারের বৃত্তি নিয়ে বাংলাদেশে মেডিক্যাল কলেজে চিকিৎসা বিজ্ঞান পড়তে এসেছিল । তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি ডাক্তারী পড়ছ কেন?


উত্তরে লোটে শেরিং বলল, " আমার মানুষের সেবা করার ইচ্ছা।ভাবলাম MONK হব। পরে দেখলাম ডাক্তার হলে সেবা করার সুযোগ আরও বেড়ে যায়। তাই ডাক্তারী পড়ছি।"
আমার ভুটানী সেই বন্ধুটি চিকিৎসক হিসেবে যেমন সফল তেমনি DNT নামে রাজনৈতিক দলের প্রধান হয়ে নির্বাচনে জিতেছেন। তবে পুরো জিততে ১৮ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 


____________________________

ডা. অসিত মজুমদার । ময়মনসিংহ মেডিকেল কলেজব্যাচ ২৮, ৯০-৯১

Founder Chairman at Tarunnya Development Society
Chairman, Advisory Council at Moytri Seba Society, Dhaka
Chief Adviser at Adibasi Somaj Unnyaon Sangshha, Sherpur

 

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়