Ameen Qudir

Published:
2018-09-17 16:07:39 BdST

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র ভুটানের প্রধানমন্ত্রী হচ্ছেন !


 



ডা. অনির্বাণ ঘোষ
_________________________________

বাংলাদেশের অন্যতম সেরা মেডিকেল বিদ্যাপীঠ ময়মনসিংহ মেডিকেল কলেজের সাফল্যের ভান্ডারে আরও একটি অনন্য কীর্তি যোগ হল।
বৃটিশরা যেমন গর্ব করে বলে, উপমহাদেশের তিন তিনজন প্রধানমন্ত্রীর শিক্ষাগার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তেমনি আমরা ময়মনসিংহ মেডিকেলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাও গৌরবে বুক ফুলিয়ে বলতে পারব , উপমহাদেশের সৌন্দর্যস্বর্গ ভুটানের ভাবী প্রধানমন্ত্রীর মহান শিক্ষায়তন ময়মনসিংহ মেডিকেল কলেজ ।

 

খবরটি প্রথম পাই মমেক প্রাক্তন
সারোয়ার জাহান ভাইয়ের কাছে। তিনি জানান,

"আমাদের সিনিয়ার বড় ভাই ডা. লোটে শেরিং
Dr Lotay Tshering, M28,
ময়মনসিংহ মেডিকেল কলেজ এর সাবেক ছাত্র। ভুটান এর ভবিষ্যত প্রধান মন্ত্রী।
গর্বিত MMCIAN!! "

অনন্য সুখবরটি পেয়ে বিস্তারিত খোঁজ নেই। পাওয়া তথ্যগুলো এখানে পরিবেশন করলাম।

ভুটানের আগামী প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। তার বয়স ৫০ বছর। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি মমেকের ২৮তম ব্যাচের শিক্ষার্থী । উচ্চতর শিক্ষা বাংলাদেশেই। জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন।

২০১৩ সালে তিনি রাজনীতিতে যোগ দেন।
১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে তার ডিএনটি দল জয়লাভ করে চমক সৃষ্টি করে । চূড়ান্ত বিজয়ের সুখবর মিলবে ১৮ অক্টোবর । ভুটানে দুই দফায় ভোট হয়ে থাকে। প্রথম দফায় ভোটাররা রাজনৈতিক দলগুলোকে ভোট দেয়। যে দুই দল প্রথম ও দ্বিতীয় স্থান পায়, তারা পার্লামেন্টের ৪৭টি আসনে প্রার্থী দেয় এবং তখন দ্বিতীয় দফা ভোট হয়। এবারের প্রথম দফার ভোটে চারটি দল অংশ নেয়।
প্রথম দফার মৌলিক নির্বাচনে তিনি বিস্ময়কর সাফল্য পান।

 

রাজীতিতে আসার আগে
ডা. লোটে শেরিং জেডিডব্লিউএনআরএইচ এন্ড মঙ্গার রিজিওনাল রেফারেল হসপিটালে কনসালটেন্ট সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। জেডিডব্লিউএনআরএইচে তিনি ইউরোলজিস্ট কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
_________________________

 

ডা. অনির্বাণ ঘোষ । প্রাক্তন মমেক।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়