Ameen Qudir

Published:
2018-09-16 22:57:37 BdST

৪০ তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগ পাবে মাত্র ২৬০ জন!


 

 

ডা. কামরুল হাসান সোহেল
______________________________

৪০ তম বিসিএস এ স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগ পাবে মাত্র ২৬০ জন! যারা ৩৯ তম বিসিএস প্রিলি মিস করেছে কিন্তু হয়তো আর একটি বিসিএস দেয়ার বয়স আছে তাদের সরকারী চিকিৎসক হওয়ার স্বপ্ন হয়তো অধরাই থেকে যাবে। ৪০ তম, ৪১ তম, ৪২ তম, ৪৩ তম বিসিএসে ও হয়তো এত কম চিকিৎসকই নেয়া হবে,গড়ে একটি বিসিএস প্রক্রিয়া শেষ করে নিয়োগ দিতে দিতে দেড়, দুই বছর লেগে যায় তাহলে ততোদিনে আবার একটা শুন্যতা সৃষ্টি হবে তখন হয়তো আবার একটি স্পেশাল বিসিএস আসবে ৪৪ তম বিসিএস বা ৪৫ তম বিসিএস। এর আগে এত অল্প সংখ্যক চিকিৎসক নেয়ার কারণে অনেকের সরকারি চিকিৎসক হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে!
___________

ডা. কামরুল হাসান সোহেল


আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য at স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়