Ameen Qudir

Published:
2018-07-23 17:49:09 BdST

বিএমডিসির তদন্ত শেষের আগে মামলা আইনের গতিকে ব্যাহত করবে :চট্টগ্রাম বিএমএ


 


ডেস্ক রিপোর্ট
________________________

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম শাখা এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন-
শিশুকন্যা রাইফার মৃত্যুকে কেন্দ্র করে গত ১৮/০৭/১৮ তারিখে তার পিতা রুবেল খান চকবাজার থানায় একটি এজাহার দায়ের করেন। বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক এজাহার দায়েরের পর তা তদন্ত সাপেক্ষে মামলা হিসেবে রুজু করা হবে বলে চট্টগ্রামের পুলিশ প্রশাসন বার বার আশ্বাস প্রদান করেন। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিভিন্ন প্রকার আন্দোলন ও চাপ প্রয়োগের মাধ্যমে আইনের এই স্বাভাবিক গতিকে প্রভাবিত করার চেষ্টা চলছে যা আইনের সুষ্ঠু ও স্বাভাবিক গতিকে ব্যাহত করে। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম শাখা দৃঢ় ভাবে বিশ্বাস করে প্রত্যেক চিকিৎসকই আইনের প্রতি শ্রদ্ধাশীল ও পেশার প্রতি দায়িত্বশীল থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে গঠিত দুইটি তদন্ত কমিটির তদন্ত কমিটির রিপোর্টের পর বাংলাদেশের চিকিৎসকদের নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করেছে যা নিয়মমাফিক দ্রুততার সাথে কাজ করছে বলে আমরা জেনেছি। এমতাবস্থায় বিভিন্ন প্রকার আন্দোলন ও অযাচিত দাবির মুখে বিএমডিসি-এর তদন্ত সম্পন্ন হওয়ার পূর্বে মামলা গ্রহণ আইনের স্বাভাবিক গতিকে ব্যাহত করবে যা সামাজিক অস্থিরতার কারন হয়ে দাড়াতে পারে। এতে নিরবিচ্ছিন্ন নির্বিঘ্ন স্বাস্থ্য সেবা হুমকির মুখে পড়ার আশংকায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এরূপ পরিস্থিতিতে আইনকে স্বাভাবিক প্রক্রিয়ায় চলার সুযোগ করে দেয়ার জন্য সমাজের সকল মহলকে এগিয়ে আসার জন্য বিএমএ চট্টগ্রাম শাখা আহবান জানাচ্ছে।

সংবাদ প্রেরক
______________________________

(ডা. এস. এম. মুইজ্জুল আকবর চৌধুরী)
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন,চট্টগ্রাম।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়