Ameen Qudir

Published:
2018-05-30 00:31:48 BdST

বাংলাদেশে চিকিৎসক বিরোধী অপপ্রচারের আইয়ামে জাহেলিয়ত চলছে


 

 


ডা. হৃদয় রঞ্জন রায়
____________________________


বাংলাদেশে ভুল চিকিৎসার অভিযোগ অতি প্রকট। একজন গন্ডমূর্খও অবলীলায় বিলাত আমেরিকা ফেরৎ বিশেষজ্ঞ চিকিৎসকের ভুল ধরে প্রবল প্রচারনা চালিয়ে হাসপাতাল ভাংচুর, ডাক্তার মারধোর, সরকারী সম্পত্তির ক্ষতিসাধন করেই চলেছে। সাথে আছে কবিরাজ, পল্লী চিকিৎসক, হেকিম, সিএইচসিপি সহ অনিবন্ধিত হাতুরেদের "ডাক্তার" নাম দিয়ে ভুল চিকিৎসার খবর ফলাও করে প্রচার করা। যেন কারো কোন মা বাপ নেই। যার যেমন খুশি তেমন সাজ। রাষ্ট্রীয় নিয়ন্ত্রন নেই। এক্কেবারে আইয়ামে জাহেলিয়াত...!

তেমনি একটি মারাত্মক ভুল চিকিৎসার অভিযোগ সময় টিভিতে। ডায়রিয়ার রোগীকে কলেরা স্যালাইন দেওয়ার মারাত্মক ভুল চিকিৎসা ? অথচ সমগ্র পৃথিবী ব্যাপী ডায়েরিয়ার চিকিৎসাই কিন্তু কলেরা স্যালাইনই স্বীকৃত।

আমার কথা হল, সংশ্লিষ্টরা এতই যদি বুজুর্গই হন, চিকিৎসা জানেন তাহলে হাসপাতালে আসেন কেন? এমন দেশবিরোধী প্রচারনায় মাতেন কেন? কি আপনাদের উদ্দেশ্য ? কোন বিদেশী হাসপাতালের দালালী করছেন?

আমার কথা পরিস্কার। আমরা আমাদের দেশ ও মানুষের আন্তর্জাতিক মানের সঠিক, আধুনিক, আন্তরিক চিকিৎসা প্রদানে বদ্ধপরিকর। স্বাস্থ্য সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে বাংলাদেশ - যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দি ল্যানসেট স্বীকার করেছে গবেষণা প্রতিবেদনে। যদি কেউ ব্যক্তিগত লাভের আশায় বিদেশী হাসপাতালের দালালী করে থাকেন করেন। তবে মিথ্যা বিকৃত অপপ্রচার করে বাংলাদেশী ডাক্তারদের সম্পর্কে ইচ্ছাকৃত নেতিবাচক প্রচারনা চালালে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। বাংলাদেশের জনগণ অতটা অন্ধ নয়। তারা সচেতন হচ্ছে। আপনাদের চাতুরী তারা বুঝতে শিখছে। সাধারণ মানুষ চেতলে আপনাদের মত দালালরা ধুলায় মিশে যাবেন।
_____________________________

লেখক ডা. হৃদয় রঞ্জন রায়
লোকসেবী চিকিৎসক। সুলেখক।সহযোগী অধ্যাপক, রংপুর মেডিকেল কলেজ।

 

 

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়