Ameen Qudir

Published:
2018-03-14 20:06:49 BdST

বাংলাদেশের ডাক্তারদের করুণ মৃত্যু নিয়ে কেন এই নোংরা উল্লাস !



ডা. সালমান রশীদ
________________________

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন,
সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালী করে মানুষ করো নি । আজ ইন্টারনেটে হাজারো বাংলাদেশীর কদর্য মন্তব্য গালাগাল দেখে কবিগুরুর কথাই মনে পড়ছে বার বার।
আজ হলে তিনি বলতেন , ১৫ কোটি সন্তানের হে মুগ্ধ জননী/ রেখেছো বাংলাদেশী করে মানুষ করো নি ।
নেপালে বিমানবন্দরের কাছে ইউএসবাংলার বিমান বিধ্বস্ত হল। সেখানে অজস্র মৃত্যু। কান্না আর কান্না।
আমাদের ডাক্তার কমিউনিটির জন্য এটি চরম শোকাবহ । বিশ্বে কোন বিমান দুর্ঘটনায় এত বিরাট সংখ্যক ডাক্তার মৃত্যুর ঘটনা এর আগে ঘটে নি।
ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলাদেশ ও নেপালের সাধারণ মানুষ। তারা সম্ভাবনাময় ডাক্তারদের হারিয়েছে। যারা মানুষের সেবা করত। জীবন বাঁচাতো।
এই শোকাবহ ঘটনায় সারা বিশ্ব জুড়ে শোক। যুক্তরাষ্ট্র , ভারত, রাশিয়া চীন , আরববিশ্ব সব জায়গা থেকে জানান হচ্ছে শোক।
কিন্তু বাংলাদেশে বিপরীত চিত্র।
এখানে নিজ দেশের মহিলা কো পাইলট, পুরুষ পাইলট , বিশাল সংখ্যক ডাক্তারদের মৃত্যু নিয়ে চলছে নোংরা অপপ্রচার।
ডাক্তারদের এই মৃত্যু নিয়েও সোশ্যাল মিডিয়ায় চালানো হচ্ছে ঘৃণ্য প্রচারণা। এতটাই ঘৃণ্য ও নষ্ট প্রচারনা , তা সবিস্তারে বলার মত রুচি আমার নাই।
শুধু বলব, এই নোংরামি বন্ধ করুন। নিজের দেশের বীরদের সম্মান করতে শিখুন। বীরের নারী পুরুষ হয় না। ডাক্তারদের নিয়ে নোংরা কটুক্তি বন্ধ করুন। কার বিরুদ্ধে লড়ছেন। বাংলাদেশের ডাক্তারদের বিরুদ্ধে অব্যাহত নোংরা প্রচারনা বন্ধ না হলে নিকট ভবিষ্যতে তা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আত্মঘাতী হবে। বাংলাদেশের চিকিৎসা সেবা শিল্পকে ধ্বংস করে কার লাভ ! বাংলাদেশের ডাক্তারদের নিয়ে নোংরা প্রচার চালাচ্ছেন , এর ফলাফল কি হবে।
রোগ ব্যাধি হলে কি আকাশ থেকে ডাক্তার আসবে। নাকি দেশের বিভিন্ন সেক্টরের মত এই চিকিৎসা সেক্টরকেও অবাঙালিদের হাতে সপে দেয়া না পর্যন্ত আপনারা ক্ষান্ত হবেন না।
কথায় বলে ভাবিয়া করিও কাজ। করিয়া ভাবিও না।

_________________________
ডা. সালমান রশীদ। ঢাকা।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়