Ameen Qudir

Published:
2018-02-13 15:59:18 BdST

ফুল ফুটুক , না ফুটুক , আজ বসন্ত


 

 

ডা. শিরিন সাবিহা তন্বী

____________________________

বর্ষা ঋতুতে প্রেম ঠিক অঝোর বরষার মতই প্রবল জলস্রোতে ভাসিয়ে নিয়ে যায়।
কিন্তু বসন্তে ধীরে ধীরে বিলীন হওয়া শীতের বুড়ি যেন দূরে কোথায় পাহারা বসিয়ে কুঁতকুঁতে চোখে মনে করিয়ে দেয়,এই পৃথিবীর কিছুই অবিনশ্বর নয়।
বসন্তে হঠাৎ আসা দক্ষিনা হাওয়া বুকের ভেতরে এক অকারন ঝড় তুলে খুব গোপনে কানে কানে বলে যায়!
এই যে বসন্ত দিন,এ সুখের ক্ষন,প্রিয়ার গালে মোলায়েম টোল,হৃদয়ে হু হু তোলা বাসন্তী বাতাস,দূরের দৃষ্টি সীমানায় এক টুকরো ঝকঝকে নীল আকাশ,প্রেমিকের বুকের ঘাস,সকালের নরম রোদ,অচেনারে চিনে নেবার প্রবল আগ্রহ বোধ,ভালোলাগা আবার ভালো না লাগা,কানের কাছে ফিসফিস করে বুকের গহীনের কথাগুলো অনর্গল বলা.......এ যেন এক নীরব দুঃখের অলেখা উপন্যাস!এ যেন ভীষন ব্যথার দিনে ব্যথাহীনের উপহাস!

বহু বছরের পুরনো রীতি মেনে বৃক্ষরাশি যখন সব পুরাতন পাতাদের ঝরিয়ে দেয়।ঝরা পাতারা দারূন বেদনায় ছটফট করে ধুলোর বুকে বিলীন হয়।বসন্ত তখন ডালে ডালে নতুন পাতাদের কোলাহল তুলে দেয়।বসন্ত রূক্ষ মলিন প্রকৃতি অঙ্গে রংয়ের ঢেউ তোলে!রুপের বাহার দেখা যায়।
মানব মনে বসন্ত তাই চিরতরে হারিয়ে যাওয়ার যে নিরন্তন দুঃখ,নব উদ্দমে নতুন আলোতে সেজে ওঠার যে প্রবল আকাঙ্খা তার ই ক্ষুদ্র প্রয়াস!
কেন এ রূপ,এ যৌবন,এ ভালোবাসার অমোঘ ক্ষনের নবজন্ম নেই?
আসলেই কি তাই?
হারিয়ে যাবো বলেই কি ভালোবাসতে নেই!

প্রকৃতির মত তোমার অঙ্গে বসন্ত নতুন পত্র দেবে না।কিন্তু মানুষের তো আছে শতরূপে আলোকিত,লক্ষ কোটি বারে জন্ম নেয়া নবীন সবুজ মন।
তাই বসন্ত আসুক তোমার মনে।
ফুল ফুটুক বা নাই বা ফুটুক,বসন্তের শত রঙা আলোয় আলোকিত হোক তোমাদের সকলের মন।
তোমার কাছের মানুষটি, তোমার প্রিয়তমের জন্য তোমার পুরনো হৃদয়ে জন্ম নিক নতুন পাতার প্রেমময় সবুজ বৃক্ষ!
সবার জীবন সুখ এবং আনন্দময় হোক।
নবীন ভালোবাসার মিষ্টি রোদ সবার জীবনে আলো ছড়াক।
" শুভ হোক বসন্ত দিবস "

_____________________________

 

Image may contain: 1 person

ডা. শিরিন সাবিহা তন্বী । সুলেখক। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়