Ameen Qudir

Published:
2018-01-29 20:43:57 BdST

পাকিস্তানে মুজাহিদের দেখা মাত্র গুলিতে এমবিবিএস ছাত্রী নিহত


 

 

 

ডেস্ক রিপোর্ট
_________________________

পাকিস্তানের চরম রক্ষণশীল সমাজ আবারও নারীর রক্তে হাত রাঙালো। এবার হত্যা করা হল এক এমবিবিএস ছাত্রীকে।

তার অপরাধ ,
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়া । খুনি এক বেপরোয়া মুজাহিদ যুবক। ঘটনা চরম প্রতিক্রিয়াশীল অঞ্চল খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদ। এখান থেকেই ওসামা বিন লাদেনকে ধরে হত্যা করে মার্কিন সেনারা।

নিহত ছাত্রীর নাম আসমা । তিনি মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে পড়তেন।

যে যুবক গুলি করেছেন তার নাম মুজাহিদ আফ্রিদি। এমবিবিএস ছাত্রীকে সে দেখা মাত্র গুলি করে হত্যা করে।

ছুটিতে ওই খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত এলাকায় নিজের বাড়িতে গিয়েছিলেন আসমা। সেখানেই তাকে গুলি করেন মুজাহিদ।

আসমার পরিবারের বরাত দিয়ে কোহাত পুলিশ স্টেশনের কর্মকর্তা গুল জানান বলেন, স্থানীয় এক কট্টরপন্থী মুজাহিদ নেতার আত্মীয় আফ্রিদি আসমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মুজাহিদ কট্টরবাদীর প্রস্তাবে আসমা তাতে রাজি হননি। আসমাকে বিয়েতে রাজি করানোর জন্য তার পরিবারকে চাপ দিতেন মুজাহিদ।

গত শনিবার আসমা তার এক বোনের সঙ্গে বাড়িতে পৌঁছান। মুজাহিদ ও তার সহযোগী সাজিদ আসমাকে দেখামাত্র গুলি ছোড়েন ।

কোহাতের পুলিশ কর্মকর্তা আব্বাস মাজিদ জানিয়েছেন, মুজাহিদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ডন অনলাইনের খবরে জানানো হয়, আসমার শরীরে তিনটি গুলি লেগেছিল। তাকে কাছের একটি হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন মারা যান আসমা।

মৃত্যুর আগে হাসপাতালে আসমা জানিয়েছিলেন, মুজাহিদই তাকে গুলি করেছেন।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়