Ameen Qudir

Published:
2017-09-07 16:53:12 BdST

চোখে আঙ্গুল দাদারা নিজের অপরাধের হিমালয় কতদিন অন্যের ঘাড়ে চাপাবেন


 

 

 

ডা. রেজাউল করীম

______________________________


কাল রাত ১০টায় দিকে এন আর এস হাসপাতালে গিয়েছিলাম। কয়েকজন ছেলেমেয়ের সাথে কথা বললাম। শুনলাম সেরিব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত এক যুবকের গাস্ট্রোইনস্টাইনাল ব্লিডিং হচ্ছিল। রোগীর পরিবার চাইছিল তক্ষুণি রক্তপাত বন্ধ করতে হবে। সেটি না হওয়ায় একজন রেসিডেন্টের মাথা ফাটিয়ে দিয়েছে, ওর সহকর্মী মহিলা রেসিডেন্টের শ্লীলতাহানি করেছে।
এ বি পি আনন্দ বলছে- বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু। তা, এ বি পি বলে দিক না ডি আই সি রোগীর রক্তপাত তৎক্ষনাৎ কি করে বন্ধ করা যায়? ইচ্ছা করলে যার অনুপ্রেরণায় এই ঘাসপাতা আম-"ছাগল"কে খাওয়াচ্ছে তার কাছ থেকে জেনেও বলতে পারে।
চোখে আঙ্গুল দাদা সেজে নিজের অপরাধের হিমালয় আর কতদিন অন্যের ঘাড়ে চাপাবেন?

________________________________

ডা. রেজাউল করীম। কলকাতার প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। কবি। সুচিন্তক।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়