Ameen Qudir

Published:
2017-08-15 03:07:45 BdST

বাংলাদেশী ডাক্তারদের সাফল্য ও ধন্যবাদের সংস্কৃতি





তানভীর আহমেদ তালুকদার , রংপুর মেডিকেল কলেজ।

___________________________

 


বাংলাদেশে "ধন্যবাদ" দেবার সংস্কৃতি কম।ডাক্তারদের বেলায় আরো কম।
.
সম্প্রতি প্রধানমন্ত্রী "মুক্তামনির" সফল চিকিৎসার জন্য ডাক্তারদের ধন্যবাদ দিয়েছেন।ব্যাপারটা পজিটিভ।
.
আমি ডাক্তারদের কোন এক পজিটিভ বিষয়ে একদিন একটা পোস্ট দিলাম।আমার এক বন্ধুই সেখানে এসে কমেন্ট করলো,"ডাক্তারদের বেলায় এটাতো স্বাভাবিক,এভাবে প্রচার না করলেও হয়!"
.
কেবলমাত্র প্রচারের অভাবে অনেক সাফল্যই অনেকের অজানা।সংবাদপত্রেও সেভাবে আসে না।কিছু সাফল্যের কথা বলা যাক।
.
ডাঃ সায়েবা ম্যাডাম ২০০০ সালে DMC তে বিভাগীয় প্রধান থাকাকালীন প্রসব পরবর্তী রক্তক্ষরণ ঠেকাতে "কনডম ক্যাথেটার" নামক ৫ ডলার মূল্যের একটি প্রযুক্তি আবিষ্কার করেন।
.
বিশ্বব্যাপী যেটা "সায়েবা'স মেথড" নামে পরিচিত।অথচ এই খবর BBC তে আসলো কিছুদিন আগে,এর আগে মানুষ জানতোই না।
.
তোফা ও তহুরা।পিঠের কাছ থেকে কোমরের নিচ পর্যন্ত তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত ছিল।দুজনের পায়খানার রাস্তা ছিল একটি।তবে মাথা-হাত-পা ছিল আলাদা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পাইগোপেগাস’।শিশু দুটোর অস্ত্রোপচারে বিভিন্ন বিভাগের ১৬ জন সার্জন যুক্ত ছিলেন।যেই অপারেশন বাংলাদেশে এই প্রথম।
.
ট্রি-ম্যান সিনড্রোম এ আক্রান্ত আবুল বাজনদার এর সফল অস্ত্রোপাচারের কথা কি আমরা ভুলে গেছি?
.
আমরা কি জানি যে, হেপাটাইটিস চিকিৎসায় বিপ্লব ঘটিয়েছেন BSMMU এর হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল স্যার ও জাপান প্রবাসী ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর স্যার? উদ্ভাবন করেছেন ড্রাগ মলিউকিউল "ন্যাসভেক"।কম খরচেই Liver cirrhosis এর চিকিৎসা হচ্ছে আমাদের এই বাংলাদেশেই?
.
এগুলা তো সাম্প্রতিক কিছু সাফল্যের খবর।কত খবর আড়ালেই ঢাকা পড়ে যায়!
.
আমরা সেই স্বপ্ন দেখতেই পারি,সুযোগ সুবিধা,সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই দেশেই অনেক কঠিন রোগের চিকিৎসা দেয়া সম্ভব হবে।প্রধানমন্ত্রী,রাষ্ট্রপতিরা বিদেশ না গিয়ে এদেশেই চিকিৎসা নেবেন।সেই আস্থার জায়গাটা তৈরী হবে।ডাক্তারদের ভালো কিছুতে "এগুলাতো স্বাভাবিক " না বলে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করবে


।।বাংলাদেশ সরকার বিশ্বে প্রশংসিত হয় "মাতৃমৃত্যুর হার" "শিশুমৃত্যুর হার" কমানোর জন্য।আমরা নিজেরা কেন প্রশংসা করতে পারিনা? এত হীনমন্যতা কেন আমাদের?
.
আশা করি,আমাদের মাঝেও একদিন ধন্যবাদ দেবার সংস্কৃতি চালু হবে।

___________________________________

তানভীর আহমেদ তালুকদার

Final year MBBS student,42nd batch at Rangpur Medical College

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়