Ameen Qudir

Published:
2017-08-08 16:08:28 BdST

কালস্রোত


 

 

কালস্রোত
ভাস্কর সাহা

________________________________

 

এই আলো আঁধারি সংগ্রামী জীবনের সমগ্রতায় একটি নিবিড় সবুজ আচ্ছাদনের স্বপ্ন এঁকেছিলাম।
ভেবেছিলাম শরৎবেলার ভরা মেঘের আকাশে একদিন ফুটবে সহস্র ভালোবাসার ফুল
কাছের আর দুরের যেসব গাছেরা পরম আত্মীয়ের মতো ধরে রেখেছে আমায় পরম মমতায়, তাদের চোখে অন্তত কিছুটা ছন্দোময় সবুজ আলো জ্বেলে দেবো।
প্রান্তরের বিশালতায় যে জনস্রোত দুর্নিবার হেঁটে হয়েছে মোহিত একাকার, তাদের পথের ধুলো উড়িয়ে দেবো হাওয়ায়
ভালোবাসায় সঞ্চারিত প্রতিশ্রুত যে ঋণে
একদিন উদাসী হাওয়ার মেঘ হয়েছিলাম প্রতিদানে তাদের দেবো সাধিত অমিত পুরস্কার।
কিন্তু ভাবনার অচল মুদ্রাগুলো ঝন্ ঝন্ শব্দ করে অন্ধকার সিঁড়ি বেয়ে নেমে গেছে অনেকটা নীচে।
ভালোবাসা আজ আর অভিন্ন রেখায় সমর্পিত কোন জোৎস্নালোক নয়
বিবিধ রঙ আর বিচিত্র রেখায় ভাবনাগুলো ভিন্ন ভিন্ন ছবি হয়ে গেছে।
স্রোতের সহজ সংজ্ঞায় সংহতি নেই আর ; পাতায় পাতায় চন্দনরেখায় কেউ রাখেনা ভালোবাসা জল।
এ এক অদ্ভুত বৃক্ষ মেলা, যেখানে কারো শেকড়ের উপড়ে ফেলা মাটিতে রাখেনা কেউ গভীর একাগ্রতা।
গভীর নিমগ্নতায় সুগত চোখে আর কি স্বপ্ন দেখা চলে?
একটা ভয়ার্ত কিশোর কেবলি ছুটে আসে অনাশ্রয়ী অবরুদ্ধ আর্ত অন্ধাকারে।
পরিশ্রুত মন্দিরের ঘন্টাধ্বনি জানিনা আর কতদুর!

_____________________________

ডাঃ ভাস্কর সাহা Principal and professor of Medicine Sher-e-Bangla Medical college Barisal

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়