Ameen Qudir

Published:
2017-07-10 18:25:43 BdST

জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনে মেডিকেল স্টুডেন্টরাই রক্ত দেয়


 

 


তানভীর আহমেদ তালুকদার, এমবিবিএস শিক্ষার্থী , রংপুর মেডিকেল কলেজ।

____________________________

রোগীকে এক্সামিন করার পর এক বন্ধু বললো,গরীব মানুষ,কষ্ট করলেন,কিছু দেয়া দরকার।আমরা কয়েকজন মিলে বাজারে গিয়ে ফলমূল কিনে দিয়ে আসলাম।
.
সে সময় রোগীর চেহারা ছিল দেখার মত।মনে হয় আশীর্বাদ দিয়ে ভরিয়ে দিলেন।
.
স্যার পড়ানোর জন্য CKD(chronic kidney disease) এর পেশেন্ট নিয়ে আসতে বললেন।হাঁটার মত অবস্থাও নেই।
.
রোগী হাঁটতে পারে না বলে অনেকটাপথ কোলে করে নিয়ে গেলাম।
.
পেডিয়াট্রিক্স ওয়ার্ডে একটা রেয়ার কেইস পেয়েছিলাম( Kawasaki Disease)।যেটায় হার্ট কমপ্লিকেশন হয়ে রোগী মারাও যেতে পারে।
.
বাচ্চার মা আমাদের সামনে কাঁদতে কাঁদতে বলছিলেন,"আমার বাবু ভালো হবে তো? স্যার আমার বাবুকে যেভাবে পারেন ভালো করে দেন"।সে কি আকুতি! স্যার দিচ্ছিলেন অভয়।
.
জরুরি ভিত্তিতে যখন রক্তের প্রয়োজন হয়,এই মেডিসিন ক্লাব,সন্ধানীই সাহায্য করে।মেডিকেল স্টুডেন্টরাই রক্ত দেয়।
.
বিভিন্ন মহলের ডাক্তারদের নিয়ে বিদ্বেষ,কাদাছুড়াছুড়ি,সাংবাদিকদের একপেশে সংবাদ,পেশেন্ট পার্টির মারামারি যদি চলতে থাকে,এদেশের রোগীরা যদি আস্থা হারায়.....তখন এই গরীব রোগীগুলা কোথায় যাবে বলতে পারেন?
.
আমাদের কন্ট্রিবিউশন্স গুলো মূল্যায়ন করুন,আমাদের লিমিটেশন্সগুলো উপলব্ধি করুন...কয়েকজনের জন্য পুরো কমিউনিটির উপর দোষারোপ ঠিক না।

 

_____________________________


তানভীর আহমেদ তালুকদার, এমবিবিএস শিক্ষার্থী , রংপুর মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়