Ameen Qudir

Published:
2017-05-29 16:47:03 BdST

রিক্সা, টোটো চালকদের কমিশন খাইয়ে শহর ভরা ভুয়ো চিকিৎসক



 

পরিতোষ সরকার
___________________________

 

শহর জুড়ে ভুয়ো চিকিৎসক। সেই ভুয়ো চিকিৎসকের হদিস পেল পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সকালে হানা দিয়ে ২ ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ। ধৃতদের নাম আমিনুল হক ও সিদ্ধার্থ কর্মকার। তবে এদের বোর্ডে যা নাম রয়েছে তা বাস্তব নয়। তাদের নাম নিয়ে ধোঁয়াশা রয়েছে। পাশাপাশি তন্ময় চাকি নামে এক চিকিৎসককে আটক করে পুলিশ।

মালদা শহরের অভিজাত এলাকায় এই ভুয়ো চিকিৎসকেরা তাঁদের পসরা সাজিয়ে দিব্যি টাকা লুঠের ব্যবসা গুছিয়ে বসেছিলেন। কিন্তু পুলিশের অভিযানে এই ভুয়ো চিকিৎসকদের পর্দা ফাঁস হল। আমাদের ক্যামেরায় ভুয়ো চিকিৎসকদের চিকিৎসা ফাঁদের তথ্য ধরা পড়ল। জেলা স্বাস্থ্য দপ্তরের নজর এড়িয়ে ভুয়ো চিকিৎসকেরা এই ব্যবসা করেছিলেন বেশ কয়েকবছর ধরে। এলাকার রিক্সাচালক, টোটো চালকরা এই সব ভুয়ো চিকিৎসকদের দরবারে দূর গ্রাম থেকে রুগীদের নিয়ে আসতেন। বিনিময়ে এই রিক্সাচালক, টোটো চালকরা মোটা অঙ্কের কমিশন পেতেন।

তাছাড়া শহরের বাসস্ট্যান্ড, রেল স্টেশনে এই সব চিকিৎসকদের এজেন্টও গ্রামের গরীব রুগীদের পাকড়াও করে এইসব ভুয়ো চিকিৎসকদের চেম্বারে নিয়ে যেত। আর মোটা টাকা লুঠ করত। এইসব ভুয়ো চিকিৎসকেরা শহরের বিভিন্ন নামি নার্সিংহোমের নাম ভাঙিয়ে যেমন ব্যবসার ফাঁদ পেতেছিলেন ঠিক তেমনি সরকারি বা ভিন রাজ্যের বিভিন্ন নামি হাসপাতালে চিকিৎসক হিসাবে পরিচয় দিয়ে এই ব্যবসা করছিলেন। এদের কাছে চিকিৎসা করতে আসা বেশ কিছু রুগীর পরিবারের সন্দেহ হয় এইসব চিকিৎসকদের কর্মকাণ্ড। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। এরপরই পুলিশ হানা দিয়ে ভুয়ো চিকিৎসকদের গ্রেপ্তার করে।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিলীপ কুমার মণ্ডল শহরের বাইরে রয়েছেন। তবে তিনি জানান, শহর জুড়ে ভুয়ো চিকিৎসক রয়েছে। তাদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেবার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান আইনে যা ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নেওয়া হবে ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে।

__________________________

খবর দক্ষিণ দিনাজপুর নিউজের সৌজন্যে।

রিক্সা, টোটো চালকদের কমিশন খাইয়ে শহর ভরা
ভুয়ো চিকিৎসক

রিক্সাচালক, টোটো চালকরা এই সব ভুয়ো চিকিৎসকদের দরবারে দূর গ্রাম থেকে রুগীদের নিয়ে আসতেন। বিনিময়ে মোটা অঙ্কের কমিশন পেতেন।
মালদায় ২ ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ

 

পরিতোষ সরকার
___________________________

 

শহর জুড়ে ভুয়ো চিকিৎসক। সেই ভুয়ো চিকিৎসকের হদিস পেল পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সকালে হানা দিয়ে ২ ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ। ধৃতদের নাম আমিনুল হক ও সিদ্ধার্থ কর্মকার। তবে এদের বোর্ডে যা নাম রয়েছে তা বাস্তব নয়। তাদের নাম নিয়ে ধোঁয়াশা রয়েছে। পাশাপাশি তন্ময় চাকি নামে এক চিকিৎসককে আটক করে পুলিশ।

মালদা শহরের অভিজাত এলাকায় এই ভুয়ো চিকিৎসকেরা তাঁদের পসরা সাজিয়ে দিব্যি টাকা লুঠের ব্যবসা গুছিয়ে বসেছিলেন। কিন্তু পুলিশের অভিযানে এই ভুয়ো চিকিৎসকদের পর্দা ফাঁস হল। আমাদের ক্যামেরায় ভুয়ো চিকিৎসকদের চিকিৎসা ফাঁদের তথ্য ধরা পড়ল। জেলা স্বাস্থ্য দপ্তরের নজর এড়িয়ে ভুয়ো চিকিৎসকেরা এই ব্যবসা করেছিলেন বেশ কয়েকবছর ধরে। এলাকার রিক্সাচালক, টোটো চালকরা এই সব ভুয়ো চিকিৎসকদের দরবারে দূর গ্রাম থেকে রুগীদের নিয়ে আসতেন। বিনিময়ে এই রিক্সাচালক, টোটো চালকরা মোটা অঙ্কের কমিশন পেতেন।

তাছাড়া শহরের বাসস্ট্যান্ড, রেল স্টেশনে এই সব চিকিৎসকদের এজেন্টও গ্রামের গরীব রুগীদের পাকড়াও করে এইসব ভুয়ো চিকিৎসকদের চেম্বারে নিয়ে যেত। আর মোটা টাকা লুঠ করত। এইসব ভুয়ো চিকিৎসকেরা শহরের বিভিন্ন নামি নার্সিংহোমের নাম ভাঙিয়ে যেমন ব্যবসার ফাঁদ পেতেছিলেন ঠিক তেমনি সরকারি বা ভিন রাজ্যের বিভিন্ন নামি হাসপাতালে চিকিৎসক হিসাবে পরিচয় দিয়ে এই ব্যবসা করছিলেন। এদের কাছে চিকিৎসা করতে আসা বেশ কিছু রুগীর পরিবারের সন্দেহ হয় এইসব চিকিৎসকদের কর্মকাণ্ড। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। এরপরই পুলিশ হানা দিয়ে ভুয়ো চিকিৎসকদের গ্রেপ্তার করে।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিলীপ কুমার মণ্ডল শহরের বাইরে রয়েছেন। তবে তিনি জানান, শহর জুড়ে ভুয়ো চিকিৎসক রয়েছে। তাদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেবার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান আইনে যা ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নেওয়া হবে ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে।

__________________________

খবর দক্ষিণ দিনাজপুর নিউজের সৌজন্যে।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়