Ameen Qudir

Published:
2017-05-28 18:26:51 BdST

চিকিৎসক সংগঠন গুলোর নিজস্ব আইনজীবী প্যানেল রাখা উচিত


 


ডা. মোহাম্মদ সালাউদ্দিন
__________________________

চিকিৎসক সংগঠন গুলোর নিজস্ব আইনজীবী পেনেল রাখা উচিত।বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে আইনের আশ্রয় নেওয়া ছাড়া অন্য কোন পন্হায় চিকিৎসক হয়রানী বন্ধ করা যাবে না।

প্রত্যেক হাসপাতালেই নিজস্ব সিকিউরিটি ফোর্স ও আধুনিক সিকিউরিটি সিস্টেম রাখতে হবে।

ভিজিটরদের কড়াকড়ি ভাবে নিয়ন্ত্রন করতে হবে।পাস ছাড়া কেউ যেন হাসপাতালের প্রধান ফটক অতিক্রম করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

ভিজিটিং আওয়ার ছাড়া হাসপাতালের সীমানার ভিতর কেউ যেন অবস্হান করতে না পারেন তা নিশ্চিত করতে হবে।

প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক ডিউটি ডক্টরের ব্যবস্হা করতে হবে ।

প্রত্যেক রোগীর জন্যই যেমন সরকারী হাসপাতাল ও কিছু প্রাইভেট হাসপাতাল যেমন স্কয়ার/এপোলো ইত্যাদির মতো
প্রতিদিনই বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক রাউন্ডের ব্যবস্হা বাধ্যতামূলক করতে হবে।

সার্টিফিকেট প্রাপ্ত পাস করা পর্যাপ্ত নার্স এর ব্যবস্হা করতে হবে এবং তাঁদের কার্যবিধী প্রনয়ন ও নিয়ন্ত্রনের জন্য একাধিক সিনিয়র স্টাফ নার্স নিয়োগ করা উচিত।একই সাথে প্রশিক্ষন প্রাপ্ত ওয়ার্ডবয়/আয়া নিয়োগ দিতে হবে।

প্রতিটি হাসপাতালেই কাউন্সিলরের পদ ও লোক থাকা উচিত।

তারপরও হাসপাতাল বিল না দেয়ার অসৎ উদ্দেশ্যে কেউ যদি বিশৃঙ্খলার আশ্রয় নেয় ,তাহলে তাদেরকে তাৎক্ষনিকভাবে আটক ও পরবর্তিতে পুলিশে ন্যস্ত করার পর্যাপ্ত সংখ্যক নিজস্ব জনবল থাকতে হবে।

বাস্তব অভিজ্ঞতা হচ্ছে "যত দোষ নন্দ ঘোষ"।সবকিছু ডাক্তারদের উপর চাপিয়ে দেয়া হয় ।বাকিরা দর্শকের ভূমিকায় থাকেন ।

সেন্ট্রাল হাসপাতালের ভিডিও ফুটেজেও তাই দেখা হল।সন্ত্রাসীরা যখন ডাক্তারকে নির্যাতন করছিল তখন পুলিশ বা হাসপাতালের অন্যরা কেউই দুবৃত্তদের থামাতে এগিয়ে আসেনি।

কেন?

সব মার কি একা ডাক্তারকেই খেতে হবে?

বাকিদের কি কোন দায়িত্বই নাই?

___________________________________

ডা. মোহাম্মদ সালাউদ্দিন

Neuromedicine specialist (Neurologist) at CSCR (PVT) Hospital LTD. Chittagong

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়