Ameen Qudir

Published:
2017-05-28 00:41:06 BdST

সিসিটিভি ফুটেজ দেখে চেহারা সনাক্ত করে মামলা করবে সেন্ট্রাল হস‌পিটাল


 

 

 

 

 

ডা.শাব্বির হোসেন খান
____________________

এবার_সামলাও! মওকা_মওকা_গানের_কথা_মনে_আছেতো?
♥ সিসিটিভি ফুটেজ দেখে চেহারা সনাক্ত করে মামলা করবে সেন্ট্রাল হস‌পিটাল।
♥ কোন প্রমান ছাড়াই 'ভুল চিকিৎসা' শিরোনামে উস্কে দেয়া সাংবাদিকদের আইনের আওতায় আনবে চিকিৎসক সমাজ।
♥ আইসিটি এ্যাক্ট এ মামলায় ফেঁসে যাচ্ছে ঢাবি ছাত্র 'Joy Prokash', 'Mansura Alam (Phoolon debi)' সহ বেশ কয়েকজন।

♦ সাবাশ সেন্ট্রাল, ২০ লাখ টাকা চাদা না দিয়ে সেই চাদাবাজদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়ার জন্য!

পূর্ব কথা --------------
ভূল_চিকিৎসার_মিথ্যা_অভিযোগে_ভার্সিটির_ছাত্র_নামধারী_কুলাঙ্গার_চাঁদাবাজদের_তান্ডব ।

এদের অব্যাহত চাঁদাবাজীতে অতিষ্ট ধানমন্ডী এলাকার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনোষ্টিক সেন্টার।
এর আগেও একই এলাকার ল্যাবএইড সহ একাধিক হাসপাতাল ও ডায়াগনোষ্টিক সেন্টার থেকে তারা চাঁদাবাজী করেছে; তাদের কোন ছাত্র/ছাত্রী বা শিক্ষক চিকিৎসা নিতে এসে মারা গেলেই তারা নেমে পড়ে ভাংচুর, চিকিৎসক নির্যাতন আর ফোকটে চাঁদাবাজীতে।

দেখুন ১৮ তারিখে চাদাবাজির উদ্দেশ্যে তাদের তান্ডব! তারা ক্ষতিপূরণের নামে ২০ লাখ টাকা চাদা দাবী করেছে সেন্ট্রাল হাসপাতালের কাছে।

এরা সমাজের শত্রু, দেশের ও বিশ্ববিদ্যালয়ের কলংক!

_____________________________

ডা.শাব্বির হোসেন খান
প্রখ্যাত পেশাজীবী নেতা । সুলেখক। লোকসেবী ডাক্তার। মৌলভীবাজার।

Member, Central Executive Committee, SWACHIP at Swadhinata Chikitsak Parishod ( SWACHIP )
President at Moulvibazar BMA

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়