Ameen Qudir

Published:
2017-04-06 22:17:50 BdST

মেডিকেল স্টুডেন্টদের নিয়ে যত অভিযোগ এবং তার উত্তর


 



তানভীর আহমেদ তালুকদার, এমবিবিএস শিক্ষার্থী
________________________

অনেকের অভিযোগ,মেডিকেলের ছেলে-মেয়ারা অসামাজিক,ভাব নেয় ইত্যাদি।
.
পরিবেশ পরিস্থিতি অনেকটাই মানুষকে আত্মকেন্দ্রিক করে দেয় এটা ঠিক।
.
এখানে বন্ধুত্বগুলোও কেমন যেন।পাশ করে গেলে অনেকেই অনেককে ভুলে যাবে।মনে রাখার মত মুহূর্ত কম তৈরী হয় কিনা।
.
একটা উদাহরণ দেই,
.
অনেক সময় বাসায় ফোন দিতে ভুলে যাই।পরবর্তীতে বাসা থেকে ফোন আসে,"কি ব্যাপার আজকে ফোন দিলা না যে!"
.
স্কুল কলেজের বন্ধুদের সাথেও কম দেখা হয়।এখানেও সবাই নিজেদের নিয়ে এত ব্যস্ত,অনেকের সাথে যোগাযোগ "হাই হ্যালো" পর্যন্তই।
.
আমি নিজেও সব ব্যাচমেটকে চিনি না।হাতের বাম পাশের সারির।
.
এখন কেউ যদি আমাদের অসামাজিক বলতে চায়,আমি মানতে রাজি।

রোগীর পায়খানা হাত দেয়া,প্রস্রাব ক্লিয়ার করার দায়িত্ব নেয়া,রাত দুইটা পর্যন্ত চেম্বারে রোগীর চাপ সামলানো,ওটির টেবিলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতেই এক সময় এরা অসামাজিক হয়ে যায়।
.
পড়াশুনা সামাল দিতে দিতেই অসামাজিক হয়ে যায়।
.
তুমি যে সময়টাতে তাকে চাচ্ছো,তাকে যে সময়টাতে তোমার দরকার।তখন হয়তো তার টার্ম/প্রফ চলে।গভীরভাবে বুদ হয়ে আছে কোন বইয়ে।
.
আসলে মেডিকেল স্টুডেন্টরা অসামাজিকও না,ভাবও নেয় না।আমরাই হয়তো তাদের বুঝে উঠতে পারিনা।

__________________________________
তানভীর আহমেদ তালুকদার, এমবিবিএস শিক্ষার্থী , রংপুর মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়