Ameen Qudir

Published:
2017-03-15 01:41:02 BdST

জেনে শুনে আমি বিষ করেছি পান


 


একজন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এভাবেই সযত্নে সস্নেহে দেখেন আগত শিশুদের।

 

ডা. বেলায়েত হোসেন ঢালী
______________________________

জেনে শুনে আমি বিষ করেছি পান।
বাচ্চাদের ডাক্তার হিসেবে কিছু কিছু ঔষধের স্বাদ নেয়ার অভিজ্ঞতা আমার আছে।

 

ওষধ কোম্পানির রিপ্রেজেন্টিটিভরা সবসময় ওদের সিরাপগুলো বিশেষ করে প্যারাসিটামল, জিংক,ভিটামিন, এজিথ্রোমাইসিন ও সিপ্রোফ্লক্সাসিন, ডাক্তাররা লিখার জন্যে নানারকম ফ্লেভার ও স্বাদের কথা বলে থাকে যেমন- ব্যানানা, স্ট্রবেরী,ম্যাংগো,ট্রুটি ফ্রুটি ইত্যাদি ইত্যাদি।


আমরাও ওদেরকে বিশ্বাস করে সাধারনত প্রেসক্রাইব করে থাকি।বাচ্চাদেরকে খাওয়ানোর পর শুরু হয় নানা অভিযোগ।


কেউ কেউতো সিরাপগুলো নিয়েই চেম্বারে হাজির হয়।আমিও সেই সুযোগে একটু স্বাদটা পরীক্ষা করে দেখি।


এবার মনে হচ্ছে সেই অভিজ্ঞতা কাজে দিবে!
তবে এবার স্বাদ পরীক্ষা করার জন্যে নহে,কার্যকারিতা ও পাশ্বপ্রতিক্রয়া দেখার জন্যে।
শেষমেশ না জানি চিকিৎসকদেরকে গিনিপিগ ও ভেড়া হতে হবে?


এবার হয়তো জেনে শুনে বিষই পান করতে হবে।আর
ডাক্তার হওয়ার খেসারত বুঝি এভাবেই দিতে হবে?

বাংলাদেশের চিকিৎসকদেরকে নিয়ে এ কোন খেলা শুরু হলো? আর কত বেসামাল লোক আমাদেরকে নিয়ে এভাবে পত্রিকায় রম্য রচনা করবে?

সূত্রঃডাক্তাররা যে ওষুধ রোগীকে দেবে তা নিজেরা খেয়ে রোগীকে নিশ্চিত করতে হবে '

ডাক্তার প্রতিদিন _______________________

খ্যাতিমান সিনিয়র সাংবাদিক কলামিস্ট গবেষক অাফসান চৌধুরীর "‘যাত্রী লীগ’ ও ‘রোগী লীগ’ প্রতিষ্ঠা হচ্ছে " শীর্ষক মিডিয়ায় প্রকাশিত লেখা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পেশাজীবীদের মধ্যে। লেখাটিতে তিনি প্রস্তাব রেখেছেন," ডাক্তাররা যে ওষুধ রোগীকে দেবে তা নিজেরা খেয়ে রোগীকে নিশ্চিত করতে হবে। এমন কোনো চিকিৎসা করা চলবে না যেটাতে ডাক্তারদের ব্যক্তিগত অভিজ্ঞতা নেই।"

এই পাগলামির শেষ কোথায়?

_________________________________
ডা. বেলায়েত হোসেন ঢালী

CHILD SPECIALIST at Chevron Clinical Laboratory (Pte.) Ltd
Former Assistant Register & Studied as MD Paediatrics at Chittagong Medical College and Hospital

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়