Ameen Qudir

Published:
2017-03-02 17:01:23 BdST

বিএসএমএমইউ সমাবর্তনে আসছেন ভারতপতি প্রণব মুখোপাধ্যায়


 

 

অাহির ফা হিয়ান বুবকা
__________________________________


বিএসএমএমইউর তৃতীয় সমাবর্তনে আসছেন ভারত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । বিষয়টি মোটামুটি নিশ্চিত। স্বয়ং প্রণব বাবু এ বিষয়ে তাঁর অাগ্রহ ও ভালবাসা জানিয়েছেন।

বিশ্ববরেণ্য বাঙালী , বাংলাদেশবন্ধু , নড়াইলের জামাইবাবু প্রণব মুখোপাধ্যায় । একাত্তরে মুক্তিযুদ্ধে তাঁর রয়েছে অসামান্য ভূমিকা।
বাংলাদেশের সকল সঙ্কটে তিনি ছিলেন পাশে।

তিনি এবার আলোকিত করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান।

১ মার্চ বিএসএমএমইউর রেসিডেন্টবরণ অনুষ্ঠানে ভিসি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে আনার চেষ্টা চলছে।

ওদিকে সম্প্রতি প্রণব মূখার্জিকে নিজের লেখা বই উপহার দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবদুল্লাহ। ভারত সফরকালে দেশটির রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে যোগ দিয়ে তিনি নিজের লেখা ৭টি বই তাঁর হাতে তুলে দেন।
অধ্যাপক এবিএম আবদুল্লাহ মিডিয়াকে জানান, ভারতের রাষ্ট্রপতি প্রণব মূখার্জি স্বাস্থ্যবিষয়ক বাংলা বই দেখে খুব খুশি হয়েছেন এবং তাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। রাষ্ট্রপতির ভবনে সাক্ষাৎকালে তাঁরা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। বিএসএমএমইউর আসন্ন সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পক্ষে অতিথি হিসেবে তাঁকে আসার মৌখিক আমন্ত্রণ জানালে প্রণব মূখার্জি তা সাদরে গ্রহন করেন এবং বাংলাদেশে আসার গভীর আগ্রহ প্রকাশ করেন।

 

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সংগে আলোচনার সময় বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, সাবেক জাতীয় সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং মিডিয়া ব্যাক্তিত্ব প্রফেসর আব্দুল মান্নান অংশগ্রহণ করেন । 



ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মূখার্জির স্ত্রী জয়া মুখোপাধ্যায় বাংলাদেশের নড়াইল জেলার আদি বাসিন্দা ।

____________________________

 

অাহির ফা হিয়ান বুবকা । নির্বাহী সম্পাদক ডাক্তার প্রতিদিন ।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়