Ameen Qudir

Published:
2017-02-09 17:33:13 BdST

কবিরাজদর্শন: মন্ত্রীদর্শন



ডা. আইনুল হক
_______________________


সত্য ঘটনা অবলম্বনে____________

ঘটনা_১

আবুলের পৃষ্ঠদেশে উত্থিত বিষফোঁড়া ফাটাইবার জন্য কবিরাজকে বিশাল একখানা বোয়াইল মাছের বৈদ্য দিতে হইল। বোয়াইল মাছখানা তৃপ্তিসহকারে ভক্ষণ করিবার পর উহার মজবুত কাটাখানা লইয়া তিনি রোগীর পৃষ্ঠদেশের দিকে মনোনিবেশ করিলেন।

বিষফোঁড়া ফাটিল বটে, বাড়তি হিসাবে রক্তাক্ত পৃষ্ঠদেশ লইয়া রোগীসমেত উহার আত্বীয়স্বজন হাসপাতাল অভিমুখে তরিৎবেগে ছুটিয়া চলিলেন।

#ঘটনা_২

মন্ত্রীমহাশয় আসিয়াছেন হাস্পাতাল পরিদর্শনে।

রাজসভার লোক, রাজসিক ভোজ না হইলে তো চলে না। উপায় কি! আহা চিন্তার কি আছে। নাদানরা আছে না? প্রতিমাসে রাজভান্ডার হইতে মাসোহারা লইতেছে কি এমনি এমনি! উহাদের বেতনের কিয়দংশ কর্তন কর, করিতে হইবে।


অত:পর উনি আসিলেন‚ ভোজন করিলেন এবং শেষে নাদানদের শাসনে প্রবৃত্ত হইলেন। নিজেদের দোষত্রুটি বেমালুম ভুলিয়া যতই তিনি নাদানদের শাসাইতে লাগিলেন‚ উল্লসিত আমজনতার মুহুর্মুহু করতালিতে হলরুমখানা যেন ততই ফাটিয়া যাইতে লাগিল। আর নাদানরা মস্তকখানা অবনত করিয়া উহা শ্রবণ করিতে করিতে চক্ষু দুইটা লাল করিয়া ফেলিল।

"আমার ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাধি তার ঘর‚
আপন করিতে খুজিয়া বেড়াই যে মোরে করেছে পর।"

____________________________

 

লেখক ডা. আইনুল হক

রেসিডেন্ট , নিউরোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়