Ameen Qudir

Published:
2017-02-05 16:43:01 BdST

তোমার রক্ত পড়া বন্ধের ডাক্তারকেই রক্তাক্ত করছো , হে নিষ্ঠুর


 

 

ডা. মাহমুদা রোজী
______________________

তোমাদের রক্ত পড়া বন্ধ করে যারা তোমরাই তাদের রক্তাক্ত করো হে নিষ্ঠুর মানবতা!

কতটা অসভ্য অবস্থায় বিরাজ করছি আমরা!

যে রাত জেগে তোমাকে পাহারা দেয় অসুস্থ অবস্থায়,তোমার অসুস্থ দেয়ালের পাশে আলো হয়ে দেখা হয় সে-ই জানালার কাঁচ ভেংগে তুমি তাকে রক্তাক্ত করো হে নিষ্ঠুর মানসিকতা!

আর কতটা রক্ত ঝরলে সভ্য হবে এই নিষ্ঠুরতা?

এর ভাষা সত্যিই আমার জানা নেই, আমরা স্তব্দ, নির্বাক, বাকরুদ্ধ!

তোমাদের কথা চিন্তা করে নিজের ছেলেকে ঘুম পাড়িয়ে তোমাদের নেয় জড়িয়ে , সেই তোমরাই আজ নাড়িয়ে দিলে সমস্ত বিবেককে।


অস্থির তোমরা রক্তাক্ত করো যখন তখন তোমাদের পেশীর জোরে একবারও ভাবনা তোমাদের কঠিন সময়ে সবকিছু দিয়ে এরাই দেয় তোমাদের সারিয়ে; দিনের পর দিন তোমাদের মাত্রা যাচ্ছে হারিয়ে ।

আজ ফারহানা আফরিন কাল সোহেল,রুমেল কেউই পাবেনা ছাড়া; দিনে দিনে সাহস যাচ্ছে বেড়ে,লাগাম ধরার নেইতো কেউ?

তোমরা এখন ভীষন ভাবে বাড়া; কোথা থেকে আসে এই সাহস?কেমন করে পারে তারা?

উপর মহলের দৃষ্টি ছাড়া আসলেই যাবেনা আর চাকুরী করা!সবার এক হওয়ার এখনই সময়,সব junior senior সবাইকে এক কাতারে দেখতে চাই; জাগো জাগো নইলে মোদের মুক্তি নাই,মনে রাখবেন আজ হয়ত আপনি নাই কাল হয়ত আপনি ভাই!

______________________________
ডা. মাহমুদা রোজী
সুলেখক।
Ministry of Health, Sultanate of Oman কাজ করেছেন।
Studied at Bangabandhu Sheikh Mujib Medical University - BSMMU
Studied at Community Based Medical College

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়