Ameen Qudir

Published:
2017-02-03 20:14:11 BdST

ডাক্তার শালা দূর হয়ে যাক বুড়িগঙ্গায় ভেসে


 

ডা. রোমেন রায়হান

_________________________________

 

ডাক্তারগুলো কসাই কসাই, টাকা ও রক্তচোষা
প্রেস্টিজ জ্ঞান খুব টনটনা, বললেই করে গোসা।

রোগী ভাল করে ওঝা, কবিরাজ। ডাক্তার নেয় টাকা!
মধ্যরাতেও দোকানটা খুলে হা করে বসে থাকা!
পড়াই যায় না, এমনই খারাপ ডাক্তারদের লেখা
তবু রোগী কেন ডাক্তার খোঁজে? কীসের অমন ঠ্যাকা?

ল্যাবটেস্ট দিয়ে কমিশন খায়, টাকা আসে মোটা খামে
হাসপাতালের ঔষধ বেচে। তবু কি কসাই থামে?
অকারণে রাখে ক্লিনিকে ভর্তি, যদি বা রোগীটা মরে
লাশ আটকিয়ে মুখে ফেনা তোলে টাকা টাকা টাকা করে।

পাবলিক এসে ঠ্যাং ভেঙে যায়, এমপিরা চাপে গলা
ডাক্তারদের পেটানো এখন দারুণ শিল্পকলা।
ডাক্তারগুলা কত যে খারাপ! শেষ করা যায় লিখে?
তবুও চেষ্টা মাঝে মাঝে করে তারকা সাংবাদিকে।

ডাক্তারদের হবে কী এখন? খেপবে মায়ে ও ঝিয়ে
বিয়ে হওয়া সব ডাক্তারদেরও এবার ভাঙবে বিয়ে।
ডাক্তারদের সকল স্বপ্ন ভেঙে হবে গুঁড়ো গুঁড়ো
তাঁদের জীবনে বিয়েশাদি নাই, মানে থাকো আইবুড়ো।

বাবা মা কি চায় ছেলেটা, মেয়েটা অমানুষ হয়ে যাবে?
নেক্সট টাইম থেকে মেডিকেলগুলো ছাত্র কোথায় পাবে?
ক্লিয়ার দেখছি মেডিকেলগুলো আগামীতে হবে ফাঁকা
ডাক্তার হবেন? ডাক্তার হবেন? লাগবে লোককে ডাকা।

ডাক্তার কত খারাপ জিনিস মানুষ গিয়েছে বুঝে
গার্জেন আর ব্যস্ত হবে না ভর্তি-প্রশ্ন খুঁজে।
প্রিয় গার্জেন, ডাক্তারদের গালি দাও মন খুলে
সন্তানটাকে ডাক্তার হতে বলো না মনের ভুলে।

ইঞ্জিনিয়ার, পুলিশ, উকিল থাকুক বাংলাদেশে
ডাক্তার শালা দূর হয়ে যাক বুড়িগঙ্গায় ভেসে।
২/২/২০১৭

_____________________________

লেখক ডা. রোমেন রায়হান দেশের প্রখ্যাত ও জনপ্রিয় ছড়াকার।
Assistant Professor, Bangabandhu Sheikh Mujib Medical University
Former Executive Editor at UNMAD

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়