Ameen Qudir

Published:
2017-02-03 14:54:44 BdST

ডাক্তারী পেশা ছেড়ে দিতে চাই




সহকারী অধ্যাপক ডা. তারিক রেজা আলী
________________________________

আমি সত্যি এ (ডাক্তারী) পেশা ছেড়ে দিতে চাই, আমার সৎ আয়ের প্রয়োজন নেই, জনসেবা অনেক হলো, আমিও এখন নির্লোভ হব, বিকেলে পার্কের বেঞ্চিতে বসে আমিও এখন থেকে দেখব সোনালী রোদের খেলা, ঘাস ফড়িং এর উড়ে যাওয়া, কোমল পায়ে শিশুর পিছুপিছু ছুটে চলা।

এতদিন ধরে অনেক লোভ করেছি, দিনের পর দিন, রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছি নিজেকে তৈরি করতে, নিরামিষ খাবারে অনভ্যস্ত আমি নিরামিষাশী থেকেছি পাক্কা আঠেরোটি মাস, এ সবই করেছি আমি নিজের জন্য, পঁয়তাল্লিশ বছর বয়সে যখন অনেক পেশার লোক অবসর জীবনের স্বপ্ন দেখে, সেই বয়সের পরে এসে আমি কিছুটা অর্থের মুখ দেখেছি, এখন আমি ইচ্ছে করলে সপরিবারে বেড়াতে যেতে পারি পাহাড়ে বা সমুদ্রে, দেশে বা বিদেশে, কিন্তু হায়, অর্থের নেশায় আমার নেই যে কোন সময়, নিষ্ঠুর পেশা দিয়েছে যেমন, কেড়ে নিয়েছে আরো অনেকগুণ বেশী। সমাজে পরিচিতি পেয়েছি লোভী ডাক্তার হিসেবে।

কবে যে অবসর পাব, নির্জনে বসে উল্টাবো রবীন্দ্রনাথ, নির্লোভ তকমা লাগবে গায়!

________________________________

লেখক ডা. তারিক রেজা আলী Assistant Professor, Retina. at Bangabandhu Sheikh Mujib Medical University

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়