Ameen Qudir

Published:
2017-02-02 16:37:01 BdST

ঢাকার সিএনজি ফিলিং কর্মীর অনন্য সততার দৃষ্টান্ত


 

 

 

ডা. আহসান হাবীব হেলাল

______________________

আমার ড্রাইভারকে এগারো হাজার টাকা দিয়ে পাঠিয়েছিলাম কল্যাণপুরের একটা ওয়ার্কশপে, যেখান থেকে গাড়ির টুকিটাকি কাজ করাই, ওয়ার্কশপের বাকি টাকা পরিশোধ করার জন্য।

ওয়ার্কশপের টাকা পরিশোধের জন্য পকেটে হাত দিয়ে সে টের পায় মানিব্যাগ নেই। ড্রাইভার মনে মনে স্মরণ করে আন্দাজ করতে পারে বাড়ি থেকে বের হওয়ার পর আমার ছেলে তাসিনকে প্রাইভেট টিউটরের বাসায় নামানোর পর শুধুমাত্র সোহরাব ফিলিং ষ্টেশনে গাড়ি থেকে নেমেছিল সিএনজি নেয়ার জন্য।

মানিব্যাগটি সেখানে পকেট থেকে পড়ে যেতে পারে। সেই অনুযায়ী সোহরাব ফিলিং ষ্টেশনে ফেরত এসে সিএনজি প্রদানকারী লোকটিকে মানিব্যাগ হারানোর কথা বলে। লোকটি সমূদয় টাকা এবং মানিব্যাগে রক্ষিত জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স ফেরত দেয়। লোকটির নাম আব্দুল হালিম। খুশি হয়ে তাকে মিষ্টিমূখ করাতে চাইলে সে বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করে।
ফিলিং ষ্টেশনের কর্মচারীর সততায় আমরা মুগ্ধ।

________________________

ডা. আহসান হাবীব হেলাল ।
Associate Professor,Bangabandhu Sheikh Mujib Medical University
Studied Chittagong Medical College: cmc28

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়