Ameen Qudir

Published:
2017-01-07 03:06:29 BdST

বিশ্বের কঠিনতম পরীক্ষা এফসিপিএস :পাশ ৮.৮ শতাংশ :কুৎসাকারীদের তবু শান্তি নেই


ডা. অঞ্জলি সাহা
______________________

সারা দুনিয়ার মধ্যে কঠিনতম মেডিকেল পরীক্ষা হল এফসিপিএস ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট।
এটা পুলসিরাত পার হওয়ার চেয়েও কঠিন। মন্দির মসজিদে দোয়া মানত করেও কোন লাভ হয় না। এবারও যথারীতি পাশ মাত্র ৮.৮ শতাংশ। ২৪ ঘন্টায় ১৮ ঘন্টা পড়ে কোন লাভ নেই। একজামিনাররা কোথা থেকে প্রশ্ন করেন , ভগবান জানেন।
যতই পড়ি না কেন , বিএস এম এম ইউর লাইব্রেরীতে যতই ধর্না দেই না কেন, পাশের ব্যাপারে লবডঙ্কা।
আমি সদাশয় স্যার ও ম্যাডামদের কাছে সবিনয়ে জানতে চেয়েছিলাম , এই কম পাশের রহস্য কি।
তাদের কথা , কোন রহস্য নাই। পড়লেই পাশ। মেডিকেল শাস্ত্র , সংশ্লিষ্ট বিষয় সর্বাত্মক জানলেই পাশ সম্ভব। না পড়লে কেমন করে পাশ করবে।
এই পরীক্ষায় কোন রকম দুই নম্বরী নাই। কোন পক্ষ পাতিত্ব নাই ।
এই কঠোর পরীক্ষা এটা নিশ্চিত করে একজন ফেলো সম্পূর্ন যোগ্য এবং বিশ্বমানের।
তার শিক্ষাগত যোগ্য নিশ্চিত না করে কোন রকম এলেবেলে করার সুযোগ নেই।

দু:খ জনক বিষয় হল, এত কঠোর পড়াশুনা ও অধ্যাবসায় করে িএকজন বিশেষজ্ঞ তৈরী হয় যে দেশে; যে দেশে মুড়ি মুড়কির মত ডক্টরেট দেয়া হয়, সেদেশে ডাক্তারদের কুৎসাকারীদের দম্ভর শেষ নেই।

এবার এক নজরে দেখুন, কি কঠিন পরীক্ষার হাল। পাশ মাত্র ৮.৮ শতাংশ।


FCPS (Part I) January '17

1. Obst & Gynae: 1376 (90) > 06.686%
- Reproductive endocrine & Infertility: (02)

2. Medicine: 1153 (205) > 18.3%
- Cardiology: (02)
- Neurology: (01)
- Pulmonology: (01)
- Endocrinology & Metabolism: (02)

3. Surgery: 856 (21) > 02.69%
- Orthopaedic surgery: (01)
- Urology: (01)

4. Paediatrics: 480 (54) > 11.25%

5. Otolaryngology: 190 (01) > 0.526%

6. Opthalmology: 113 (05) > 04.425%

7. Anaesthesiology: 158 (14) > 08.86%

8. Radiology: 94 (03) > 03.191%

9. Dermatology & Venereology: 82 (01) > 01.22%

10. Radiotherapy: 60 Nil

11. Physical Medicine & Rehabilitation: 49 (13) > 26.531%

12. Microbiology: 18 (01) > 5.556%

13. Haematology: 17 (02) > 11.76%

14. Psychiatry: 15 (01) > 6.667%

15. Histopathology: 10 Nil

16. Biochemistry: 05 Nil

17. Transfusion medicine: 01 Nil

18. Family medicine: 01 Nil

19. Dentistry: 217 (09) > 4.147%
- Conservative Dentistry: 02
- Oral & Maxillo-facial surgery: 05
- Orthodontics & Dento-facial Orthopaedics: 01
- Prosthodontics: 01

Total: 4,895 (434) > 8.866%

___________________________

ডা. অঞ্জলি সাহা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়